Mohammedan Sporting Club : মহামেডানের অনুশীলনে চোট পেলেন ডেভিড, খেলবেন পরের ম্যাচ ?

আই লিগের (I League) দ্বিতীয় লেগের শুরুতে কিছুটা হোঁচট খেতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan Sporting Club)। তাদের পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে।…

David

আই লিগের (I League) দ্বিতীয় লেগের শুরুতে কিছুটা হোঁচট খেতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan Sporting Club)। তাদের পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীর দলের বিপক্ষে। ঘরের মাঠে দলের এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারেনি সাদা-কালো সমর্থকরা। যার দরুন মাঠে উড়ে আসে জলের বোতল। এই পরিস্থিতিতে দলের ফুটবলারদের মনোবল বাড়াতে বিশেষ আয়োজন করা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। এমনকি পরবর্তী ম্যাচ গুলিতে দর্শকদের প্রবেশের উপরেও জারি করা হয় নিষেধাজ্ঞা। দলের ফুটবলাররা যাতে কিছুটা চাপমুক্ত হয়ে খেলতে পারেন সে কারণেই এই অভিনব পন্থা গ্রহণ করা হয়। তাতেই মিলে যায় সাফল্য। রাজস্থান ম্যাচ থেকে আবারো পুরনো ছন্দে ফিরে আসে মহামেডান স্পোর্টিং ক্লাব। 

আগামীকাল তাদের পরবর্তী ম্যাচ। খেলতে হবে ট্রাউ এফসির বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় তিন পয়েন্ট তুলে নিতে যথেষ্ট তৎপর থাকবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। আসলে এখনো পর্যন্ত আইলিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ট্রফি জয়ের পথ আরো মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে ময়দানের এই তৃতীয় প্রধান। সেজন্য, এবারে সুপার কাপেও দল নামায়নি মহামেডান। তাই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই দ্বিতীয় ডিভিশন লিগ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইছেন সকলে।

তবে দলের অনুশীলন করতে গিয়ে সমস্যায় পড়তে হল দলের তরুন ফুটবলার ডেভিড লালাসাঙ্গাকে। বল নিয়ে অনুশীলন করতে গিয়ে আচমকাই চোখে চোট পান তিনি। 

তবে গুরুতর কিছু ছিল না। কিছু সময় পর ফের স্বাভাবিক হয়ে যায় সমস্ত কিছু। কিন্তু দলের দুই দাপুটে ফুটবলার তথা সামাদ আলি মল্লিক ও আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজের খেলা নিয়ে এখনো রয়ে গিয়েছে অনিশ্চয়তা।