সার্দান সমিতিকে হারিয়ে সিএফএলে প্রথম জয় পেল সাদা-কালো ব্রিগেড

অবশেষে প্রিমিয়ার ডিভিশন লিগের এই সিজনে প্রথম জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে কল্যানী স্টেডিয়ামে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের…

Mohammedan SCTriumphs Over Surdan Samity in CFL Thriller

অবশেষে প্রিমিয়ার ডিভিশন লিগের এই সিজনে প্রথম জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে কল্যানী স্টেডিয়ামে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সুজাতা করের সার্দান সমিতি দল। পূর্ণ সময় শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল মেহরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। এদিন দলের হয়ে গোল পান যথাক্রমে মহারাবাম ম্যাক্সিয়ন এবং শুভেন্দু মালিক। অন্যদিকে, সার্দান সমিতির হয়ে একটি মাত্র গোল পান সোয়েল আলি। দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকল ফুটবলারদের।

বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যারফলে গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ম্যাক্সিয়নের গোলে এগিয়ে যায় রেড রোডের এই ফুটবল ক্লাব। তারপর আরও বেশ কয়েকবার গোলের সুযোগ এসেছিল সাদা-কালো ফুটবলারদের কাছে। তবে সেগুলি গোলে পরিণত করা সম্ভব হয়নি। নাহলে প্রথমার্ধের শেষে বেশ বড় ব্যবধানে এগিয়ে যেতে পারত‌ মহামেডান স্পোর্টিং দল। শেষ পর্যন্ত একটি মাত্র গোলের ব্যবধান নিয়েই এগিয়ে ছিল এই ফুটবল ক্লাব।

   

অন্যদিকে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তুল্যমূল্য লড়াই দিয়ে গোল তুলে নিতে তৎপর ছিল সার্দান দল। তারপর ৫৫ মিনিটের মাথায় সোয়েলের গোলে ম্যাচে ফিরে আসে প্রতিপক্ষ ফুটবল দল। যারফলে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল মহামেডান। তবে ম্যাচের পঞ্চম কোয়ার্টার মধ্যেই ফের গোল তুলে নেয় সাদা-কালো শিবির। এবার দলের হয়ে গোল করে যান শুভেন্দু। তারপর বেশ কয়েকবার আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ের শেষে ও বজায় থাকে একই ফলাফল।

Advertisements

শেষ পর্যন্ত একটি গোলেই আসে জয়। যা কিছুটা হলেও খুশি করবে সমর্থকদের। বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডানের। কলকাতা লিগে একের পর এক ম্যাচে হতাশার পর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও অনবদ্য ফুটবল খেলে ছিটকে যেতে হয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। তারপরে ও কলকাতা ফুটবল লিগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দলের কোচ। সেটাই হল এবার।