HomeSports NewsAndrey Chernyshov: চের্নিশভের ক্যারিয়ারে আই লিগ জয় 'জীবনের শ্রেষ্ঠ দিন'

Andrey Chernyshov: চের্নিশভের ক্যারিয়ারে আই লিগ জয় ‘জীবনের শ্রেষ্ঠ দিন’

- Advertisement -

শিলং-এর SSA Stadium-এ তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। কলকাতাতেও ফুটবল প্রেমীদের আনন্দ লহরী। আই লিগ সেরা মহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সেরা দল হওয়ার জন্য সমস্ত কৃতিত্ব ছেলেদের দিয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ (Andrey Chernyshov)।

   

ম্যাচের পর ক্লান্ত কিন্তু উচ্ছ্বসিত আন্দ্রে চের্নিশভ বলেছেন, ‘ক্লাবের জন্য ঐতিহাসিক মুহূর্ত। পুরো মরসুম জুড়ে আমাদের এই পজিশনের জন্য লড়াই করতে হয়েছে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। খেলোয়াড় হিসেবে আমি কিছু শিরোপা জিতেছি, কিন্তু কোচ হিসেবে এটাই আমার সেরা জয়।’

আই লিগ জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের দিয়েছেন কোচ, ‘সব কৃতিত্ব আমার খেলোয়াড়দের প্রাপ্য। লিগের প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করেছে ওরা। শিরোপা জেতার কাজ সহজ ছিল না। আমি এই ছেলেদের সাথে কাজ করতে পেরে রোমাঞ্চিত। ক্লাব আমাদের খুব ভালোবাসা দিয়েছে এবং পাশে থেকেছে সর্বদা। যে কঠোর পরিশ্রম করেছি, তারই সুফল এবার এসেছে আমাদের হাতে।’

পয়েন্টের বিচারে মহামেডান ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু লিগ এখনও বাকি রয়েছে। ক্লাবকে আরও একটা ম্যাচ খেলতে হবে। তারপরেই সমাপ্তি। আন্দ্রে চের্নিশভের কথায়, ‘এখন আমরা শুধু কলকাতায় ফিরে গিয়ে শেষ ম্যাচ খেলার কথা ভাবছি। নিজেদের সমর্থকদের সামনে ট্রফি উঁচিয়ে ধরতে চাই। সমর্থকদের এটা প্রাপ্য।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular