Mohammedan SC: আইএসএলের প্রথম লেগে অনিশ্চিত কাদিরী? উঠে এল নয়া তথ্য

আগের মরসুমে সকলকে পিছনে ফেলে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম ডিভিশন লিগ খেলবে কলকাতা ময়দানের এই প্রধান। যা…

Abdul Kadiri Mohammed

আগের মরসুমে সকলকে পিছনে ফেলে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম ডিভিশন লিগ খেলবে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা। সেই সবদিক মাথায় রেখেই এবার লগ্নিকারী সংস্থার সঙ্গে মিলে এবার দল তৈরি করেছে সাদা-কালো ব্রিগেড। যেখানে পুরনো ফুটবলারদের পাশাপাশি বেশ কয়েকজন হাইপ্রোফাইল তারকাকে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। তাঁদের সকলকে নিয়েই এখন অনুশীলন চালাচ্ছেন কোচ আন্দ্রে চেরনিশভ।

   

আইএসএলের সূচি অনুযায়ী আগামী ১৬ই সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে মহামেডান। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। বলতে গেলে হাতে মাত্র আর কয়েকটা দিন। সব দিক মাথায় রেখেই নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন শুরু করেছিল ফুটবলাররা। তবে এখন মাঠ মেরামতের কাজ চলছে সেখানে। যারফলে নিজেদের ক্লাব গ্ৰাউন্ডেই চলছে অনুশীলন। সেই নিয়েই দেখা দিয়েছে একাধিক সমস্যা।

বলতে গেলে মাঠের গুনগত মান নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। যারফলে এবারের কলকাতা লিগের ম্যাচ গুলিও অন্যত্র খেলছে সাদা-কালো ব্রিগেড। তাহলে কেন এই মাঠে অনুশীলন করছে আইএসএলের দল? সেই নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে গত বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পেয়ে ছিলেন আব্দুল কাদিরী মোহাম্মদ। যারফলে অনুশীলন শেষে সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা।

এবার সেই নিয়েই উঠে এল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, শুক্রবার এমআরআই হয়েছে এই ফুটবলারের। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েকটি মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে সাদা-কালোর এই মিডফিল্ডারকে। যারফলে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগে যথেষ্ট চাপে মহামেডান স্পোর্টিং।