Mohammedan SC: ফুটবল কিট নিয়ে দিয়েছিলেন ক্লাস টেনের পরীক্ষা, তরুণদের স্বপ্ন দেখাচ্ছেন মহামেডানের তারকা

কী হবে ফুটবল খেলে, পড়াশুনা কর। এক সময় এমনটা প্রায়শই শুনতে হয়েছে ফৈজল আলিকে। পাশে ছিলেন তাঁর ভাই। বাবাও উৎসাহ জুগিয়েছেন। ওইটুকুই যা সম্বল। বাকি পথ আলি অতিক্রম করেছেন নিজের নিজের ওপর আস্থা রেখে। এখন খেলেন মহামেডানের (Mohammedan SC) হয়ে। 

Advertisements

চলতি আই লিগের তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম ফৈজল আলি। কলকাতার পার্ক সার্কাসে বাড়ি। ফুটবলের প্রতি প্রেম কিশোর বয়স থেকে। 

‘ পাড়ায় ফুটবল খেলতাম ছোটবেলায়। সেটাই চালিয়ে গিয়েছি। এতোদূর আসতে পারবো কখনও ভাবতে পারেনি।’ বলেছেন ফৈজল। ‘ কলকাতা পুলিশের পক্ষ থেকে ফুটবলের ক্যাম্প করানো হতো। ওখানে অ্যাডমিশন নিয়েছিলাম। বিনামূল্যে ট্রেনিং পেয়েছিলাম। ওখান থেকে যায় নিউটাউনের কলকাতা ফুটবল অ্যাকাডেমিতে। বছর দুই ওখানে প্র্যাকটিস করেছি। তারপর প্রিমিয়ার বি সার্দান সমিতি, ভবানীপুর হয়ে এখন মহামেডানে।’ 

Advertisements

বন্ধুর বাড়িতে থাকতে হয়েছে তাঁকে। রাতটুকু কোনও রকমে কাটাতেন। সকাল হলে সোজা মাঠে। ‘ তখন ক্লাসের টেনের পরীক্ষা ছিল। সকাল দশটা থেকে বারোটা। একটার সময় ছিল একটা ম্যাচ। ব্যাগে বুট, কিট নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দিতে। একটা পেন নিয়েছিলাম লেখার জন্য… টুর্নামেন্ট থেকে একটা বুট পেয়েছিলাম। দামী বুট। ভালো কিট কেনার সামর্থ্য ছিল না তখন। খুব খুশি হয়েছিলাম।’