
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। আই লিগ শুরুর আগে যা অন্য দলগুলিকে চিন্তায় রাখতে বাধ্য। আগের প্রস্তুতি ম্যাচগুলিতে প্রতিপক্ষকে সাত গোল করে দিয়েছিল ময়দানের তৃতীয় প্রধান। কিন্তু এদিন যেন ছাপিয়ে গেল সব ফলাফলকেই।
বুধবার জায়ান্ট ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিকে আট গোল দিল সাদা-কালো ব্রিগেড। হ্যাটট্রিক করেছেন দলের বিদেশি ফরোয়ার্ড মার্কাস। বাকি পাঁচটি গোল এসেছে ব্রেন্ডন, রুডোভিচ, আজহার, ইসমার এবং ফইজলের পা থেকে। ম্যাচের প্রথমার্ধেই পাঁচ গোল দিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধে হয় তিনটি গোল।
সবকটি ম্যাচে শুধু বড় ব্যবধানেই জয়ই নয়, প্রতি ম্যাচে ক্লিনশিট রাখছে মহামেডান। ফলে স্বাভাবিক ভাবেই খুশি সাদা-কালো সমর্থকরা। উল্লেখ্য, চারটি ম্যাচের প্রথম তিনটিতে ৭-০ গোলে জিতেছিল মহামেডান।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










