Mohammedan SC: আইএসএলে মহামেডান নিশ্চিত! জানালেন কর্তা

সোনালী দিনের আশায় ফের বুক বাঁধতে শুরু করে দিয়েছেন মহামেডান (Mohammedan SC) সমর্থকরা। ব্যাংকারহিলের হাত ধরে প্রিয় দল দেশের সেরা লিগে দাপিয়ে বেরাবে আবার। মনে করছে কলকাতা ময়দানের ব্ল্যাক প্যান্থার্স। কোম্পানির কর্তা জানালেন, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মহামেডান নিশ্চই খেলবে। খুব শিগগির। 

ব্যাংকারহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীলের সঙ্গে সম্প্রতি কথা হয়েছে বহুল প্রচলিত এক ক্রীড়া সংবাদ মাধ্যমের। মহামেডানের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। 

   

Mohammedan SC

কণিষ্ক জানিয়েছেন, ‘মহামেডান ইন্ডিয়ান সুপার লিগে খেলবে এটুকু জোর দিয়ে বলতে পারে। খুব তাড়াতাড়িই হয়তো এই সম্ভবনা সত্যি হবে। এক থেকে দুই বছরের মধ্যেই আইএসএলে দল মাঠে নামবে।’

তিনি আরও দাবি করেছেন, ‘আই লিগে সেরা হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেটা করে দেখাতে আমরা ইতিমধ্যে কাজে নেমে পড়েছি। ২০২২-২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার চেষ্টা করবো আমরা। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে ২০২৩-২৪ মরশুমে। আমার কথা মিলিয়ে নেবেন।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন