আইলিগে (iLeague) মহামেডান স্পোর্টিং (Mohammedan SC ) শুক্রবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হাই-ফ্লাইং রিয়াল কাশ্মীরের (Real Kashmir FC) বিরুদ্ধে মুখোমুখি হবে। স্নো লেপার্ডস চলতি মরসুমে দুরন্ত শুরু করেছে, পাঁচটি জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে।
রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে লিগ সেশনে প্রথম পরাজয়ের মুখ দেখেছে।ওই ম্যাচে রিয়াল কাশ্মীর এফসির দুইজন ডিফেন্ডার আকাশদীপ সিং এবং লামিন মোরো চোট পেয়েছে তাই শুক্রবার প্রথম একাদশে এই দুই ফুটবলারকে পাবে না। মহামেডানের বিরুদ্ধে একটি জয় তাদের অবস্থান লিগে স্ট্যান্ডিংয়ের শীর্ষের আরও কাছে নিয়ে যাবে,তাই তিন পয়েন্টের লক্ষ্যেই তারা মাঠে নামবে।
অন্যদিকে, চলতি লিগ সেশনে সাদা কালো শিবিরের শুরুটা মোটেও আহামরি নয়। প্রথম দুই ম্যাচ,যা ছিল অধিনায়ক মার্কাস জোসেফদের কাছে অ্যাওয়ে ম্যাচ ওই দুই খেলাতেই হেরে যায় ব্ল্যাক প্যাহ্নর্সরা। পরের দুই হোম ম্যাচে মহামেডান মণিপুরের নারোকা এফসি এবং ট্রাউ এফসিকে হারালেও ধারাবাহিকতার অভাবে পরের দুটো অ্যাওয়ে ম্যাচ শ্রীনিদি ডেকান এফসি,চার্চিল ব্রাদার্সের কাছে হেরে যায় সেখ ফৈয়াজরা। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে পরে সাদা কালো শিবিরের ভক্তরা।
ঘরের মাঠে কেনক্রে এফসির বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ ড্র এর ধাক্কাতে কোচ আন্দ্রে চেরনশিভের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে।এমন আবহে কিশোর ভারতী স্টেডিয়ামে নামছে ব্ল্যাক প্যাহ্নর্সরা।