এবারের কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের। পরাজিত হতে হয়েছিল একের পর এক ম্যাচ। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। বছর কয়েক আগে কলকাতা ময়দানের বাকি দলগুলিকে টেক্কা দিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রেড রোডের এই ফুটবল দল। তারপর গত সিজনে ও দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে। যদিও পরবর্তীতে আর চ্যাম্পিয়নশিপের দূরে থাকা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। সেই ধাক্কা কাটিয়ে এবারের এই সিজনে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল ব্ল্যাক প্যান্থার্সদের।
কিন্তু সেটা হলো না এবার। প্রথম থেকেই হতশ্রী পারফরম্যান্সের দরুন গ্রুপ টেবিলের অনেকটাই নিচে চলে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। তারপর ও সার্দান সমিতিকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল মহামেডান। পরবর্তী ম্যাচে ও বজায় ছিল সেই ধারাবাহিকতা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। কিন্তু তারপরেই ফের ধাক্কা খেয়েছিল সাদা-কালো ব্রিগেড। আটকে যেতে হয়েছিল উয়াড়ি অ্যাথলেটিকের কাছে। তারপর ভবানীপুর ম্যাচের হতাশা কাটিয়ে এরিয়ান দলকে হারিয়েছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা।
বর্তমানে সুপার সিক্সে যাওয়া সম্ভব না হলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য দলের সকল ফুটবলারদের। সেই অনুযায়ী আগামী বুধবার বিকেলে টুর্নামেন্টের নতুন দল ইউনাইটেড কলকাতা ফুটবল দলের সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল সাদা-কালো শিবিরের। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও সেটা হচ্ছে না এবার। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে বিশেষ বিবৃতি জারি করার মধ্য দিয়ে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি। সেই অনুযায়ী বদলে গিয়েছে ম্যাচের দিনক্ষণ।
যারফলে আগামী ৫ সেপ্টেম্বর বিকেলে খেলতে নামবে এই উভয় দল। আগের সময় মতোই হবে এই ম্যাচ। তবে বদলে গেল ম্যাচের ভেন্যু। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামের পরিবর্তে বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।