Mohammedan SC : রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠে এল মহামেডান

মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) জিতছে, কিন্তু অবদান নেই মার্কাস জোসেফের! এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। বুধবার আই লিগে (I League) এরকমই এক বিরল দৃশ্যের…

মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) জিতছে, কিন্তু অবদান নেই মার্কাস জোসেফের! এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। বুধবার আই লিগে (I League) এরকমই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা।

Advertisements

কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে রাজস্থান ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিং। ম্যাচের ১৭ মিনিটে ব্রেন্ডনের পাস থেকে আজহারউদ্দিন মল্লিকের গোলে লিড নেয় সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে আন্দ্রে চেরনিশভের দল। ৪১ মিনিটের মাথায় একক দক্ষতায় গোল করেন নিকোলা স্টোজানোভিচ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে মহামেডান। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। উলটে ম্যাচের ৭০ মিনিটে একটি গোল হজম করে ময়দানের তৃতীয় প্রধান। ফ্রিকিক থেকে চোখধাঁধানো গোল করেন ওমর র‍্যামোস। এই জয়ের ফলে নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোকুলাম কেরালাকে টপকে ফের লিগ তালিকার শীর্ষে উঠে এল মহামেডান।