HomeSports Newsপ্রতিপক্ষ 'ব্ল্যাক প্যা-ন্থার্স' তবুও এই লক্ষ্যে আশাবাদী মশাল ব্রিগেড

প্রতিপক্ষ ‘ব্ল্যাক প্যা-ন্থার্স’ তবুও এই লক্ষ্যে আশাবাদী মশাল ব্রিগেড

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে ২০২৪-২৫ মরসুমের (ISL 2024-25 Session) শেষ মুহূর্তে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং মহামেডান এসসি (Mohammedan SC)। তবে প্লে-অফের লক্ষ্য শেষ দুই দলের, কিন্তু লিগ টেবিলে নিজেদের অবস্থান উন্নত করতে মুখিয়ে রয়েছে দুই শিবিরের কোচই।

   

এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান লাল-হলুদ শিবিরের। তাই, চলতি মরসুমে প্লে-অফের স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। তবে দলের কোচ অস্কার ব্রুজোর লক্ষ্য এখন অবশ্যই তাদের অবস্থান কিছুটা উন্নত করা। যাতে আগামী মরসুমে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আর তার জন্য প্রথমেই প্রয়োজন এক বড় জয়, যা তারা মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আশাবাদী। যদিও প্রতিপক্ষের শক্তির অভাব এবং সাম্প্রতিক খারাপ ফলাফল দেখে ধারণা সাদা-কালো ব্রিগেড তাদের কাছে কোনো বড় চ্যালেঞ্জ হবে না।

বর্তমানে মহামেডান খুবই খারাপ অবস্থায় রয়েছে। ১৯ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে তারা টেবিলের লাস্ট বয়। দলের প্রধানকোচ আন্দ্রে চেরনিশভ সম্প্রতি পদত্যাগ করেছেন এবং অধিকাংশ খেলোয়াড়ও বেতন সংক্রান্ত সমস্যার কারণে হতাশ। এর ফলে, দলের পরিবেশ খুবই কঠিন এবং সামগ্রিকভাবে তারা কোন বড় ধরনের লড়াইয়ের উপযুক্ত নয় বলে মনে হচ্ছে।

এটি ইস্টবেঙ্গলের জন্য এমন একটি ম্যাচ হতে চলেছে, যেখানে তাদের জয়ের পাশাপাশি তাদের আক্রমণাত্মক খেলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চিরপ্রতিদ্বন্দ্বী মহামেডানকে পরাস্ত করতে হলে তাদের সামগ্রিক খেলার মান বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular