Mohammedan SC vs Gokulam Kerala : ফুটবল শুধু খেলা নয়, সাধারণ মানুষের আবেগ। দল ভেদে ভাগ হয় সমর্থক শিবির। আবার সেই দলই দেয় সম্প্রীতির ডাক। বিভেদ ভুলে এক হয় আপামর ফুটবল প্রেমী জনতা। দলীয় স্বার্থ ভুলে প্রাধান্য পায় বৃহৎ স্বার্থ।
বড় ম্যাচে পোস্টার, ব্যানার, প্রিয় দলের পতাকা, অতিকায় টিফো দেখা যায় গ্যালারিতে। শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের তার ব্যতিক্রম হয়নি। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠ ভরিয়েছিলেন ফুটবল প্রেমী মানুষ। শুধু মহামেডান ক্লাবের সমর্থকরাই নন, খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরাও। কারণ এই ম্যাচ যে আই লিগ সেরা হওয়ার ম্যাচ। দুই ক্লাবের লড়াইকে ছাপিয়ে দুই রাজ্যের সম্মান রক্ষার ম্যাচ।
![i-leage-Gokulam Kerala 2-1 Mohammedan SC](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/i-leage.jpg)
ইতিহাস গড়তে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে কেরালার দল। দ্বিতীয়বারের জন্য আই লিগ সেরা হয়েছে তারা।
ম্যাচের ফলের থেকেও টুকরো কিছু ছবি প্রমাণ করছে ফুটবল প্রেমী মানুষদের আবেগকে। হয়তো ভালোবাসাকেই। একটি টিফো নজর কেড়েছে বারেবারে। মহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকরা গ্যালারিতে মেলে ধরেছিলেন বিশাল সেই টিফো। যাতে লেখা- “দেন, নাও, ফরেভার”। অর্থাৎ, তখন, এখন, চিরকাল।
লেখা ছিল, “কলকাতা দ্যা মেক্কা অব ইন্ডিয়ান ফুটবল… সব খেলার সেরা বাঙালীর তুমি ফুটবল।” টিফোর একদম ওপরে ভারতের পতাকা। তার নিচে, বামদিক থেকে ইস্টবেঙ্গল, মহামেডান ও মোহনবাগান ক্লাবের জার্সির রঙ। লাল হলুদ, সাদা কালো, সবুজ মেরুন।