পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোটিং ক্লাব। এফসি গোয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদা কালো শিবির। ১৩১ তম ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৩৪ মিনিটে নিমিলের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আন্দ্রে চেরনশিভের ছেলেরা।
দ্বিতীয়ার্ধে ফিরে আসে ম্যাচে মহামেডান। প্রীতম ৪৯,ফাসলু ৮৪ এবং ম্যাচের অতিরিক্ত ৯৩ মিনিটে সাদা কালো শিবিরের অধিনায়ক মার্কোস জোসেফ গোল করে প্রথম জয় ছিনিয়ে নেয়।
১৩১ তম ডুরান্ড কাপের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বল কিক মেরে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ রায় সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা।
ম্যাচের ৩০ মিনিটে মহামেডান গোলের সুবর্ণ সুযোগ পায়। জুডিকার চমকপ্রদ ক্রশ প্রীতম মিস করে। ম্যাচের ৩১ মিনিটে মার্কোস জোসেফ, ৪১ মিনিটে ফৈয়াজ গোলের সুযোগ হাতছাড়া করে। এই সুযোগে নিমিল মরসুমের প্রথম গোল করে মহামেডান এসসি’র বিরুদ্ধে,১-০ গোলে এগিয়ে যায় এফসি গোয়া।
বিরতির পর সাদা কালো শিবির তেড়েফুঁড়ে মাঠে নামে। গোলের সমতায় ফিরে আসতে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। আর এই ফুটবল কৌশলে বাজিমাৎ করে আন্দ্রে চেরনশিভের মহামেডান স্পোটিং ক্লাব। দ্বিতীয়ার্ধে মাঠ জুড়ে শুধুই সাদা কালো জার্সিতে ঝড় ওঠে।পেন্ডুলামের মতো এই ম্যাচ বিরতির পর অন্য খাতে বয়ে চলে। দুরন্ত কামব্যাকের জোরে ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কলকাতা জায়ান্টরা।