অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে আশানুরূপ ফল না থাকলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল এফসি গোয়া থেকে শুরু করে চেন্নাইয়িন এফসির মতো দলকে। যা নিঃসন্দেহে খুশি করেছিল সাদা-কালো সমর্থকদের। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারা। সময় এগোনোর সাথে সাথেই ম্যাচ যত এগিয়েছে ততই ছন্দ হারাতে শুরু করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যারফলে প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। থেকে এখনও পর্যন্ত জয়ের সরণিতে ফিরতে পারেনি ময়দানের এই প্রধান। যারফলে বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এই প্রধান দল।
তবে এই নতুন বছরে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই প্রধান চ্যালেঞ্জ মহামেডানের কাছে। সেইমতো জানুয়ারির প্রথম থেকেই ব্যাপক ছন্দে ধরা দিয়েছে সাদা-কালো ব্রিগেড। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর দ্বিতীয় ম্যাচেই আসে জয়। অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে গত ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হলেও বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য রেড রোডের এই ফুটবল ক্লাবের।
এসবের মাঝেই এবার এক তরুণ ডিফেন্ডারকে দলে টানল মহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি সাচু সিবি। চলতি ফুটবল মরসুমের শুরুতে বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন বছর তেইশের এই লেফট ব্যাক। সেই দলের জার্সিতে আইলিগের একাধিক ম্যাচ ও খেলেছিলেন তিনি। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। যারফলে স্বাভাবিকভাবেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে লোন ডিলে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল আইলিগের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে তাঁকে নিতে আসরে নামে মহামেডান স্পোর্টিং ক্লাব সহ আরও একাধিক ফুটবল ক্লাব।
শেষ পর্যন্ত তাঁকে এবার দলে টানল ব্ল্যাক প্যান্থার্সরা। যতদূর খবর, চলতি সিজনের বাকি ম্যাচ গুলিতে সাদা-কালো ব্রিগেডের জার্সিতেই খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। সেক্ষেত্রে আইএসএলের এই ফুটবল ক্লাবে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।