ফের চমক! কাদিরীর বিকল্প হিসেবে ম্যাকলারেন সতীর্থকে সই করাল মহামেডান

হাতে মাত্র আর চারটে দিন। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ,কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁরা খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।…

Nuno Reis

হাতে মাত্র আর চারটে দিন। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ,কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁরা খেলতে নামবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সপ্তাহ কয়েক আগেই মোহনবাগান সুপার জায়ান্ট দলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল পেদ্রো বেনালির ছেলেরা। যা চমকে দিয়েছিল সকলকে। বাগান ব্রিগেডকে পরাজিত করে প্রথমবারের মতো ট্রফি জয় করেছে নর্থইস্ট ইউনাইটেড। যারফলে ব্যাপক আত্মবিশ্বাসের সাথেই আইএসএল শুরু করবে এই ফুটবল দল।

   

তাই ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন আন্দ্রে চেরনিশভ। সেজন্য, বহু আগে থেকেই নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছিলেন তিনি। বর্তমানে মাঠ মেরামতের কাজ চলছে সেখানে। যারফলে নিজেদের ক্লাব গ্ৰাউন্ডেই চলছে অনুশীলন। সেই নিয়েই দেখা দিয়েছে একাধিক সমস্যা। বলতে গেলে মাঠের গুনগত মান নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন। গত বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন চোট পেয়ে ছিলেন আব্দুল কাদিরী মোহাম্মদ।

যারফলে অনুশীলন শেষে সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সকলের কাছে। পরবর্তীতে এমআরআই এর রিপোর্ট আসতেই কপালে ভাঁজ পড়ে যায় সাদা-কালো ব্রিগেডের। সেই রিপোর্ট অনুযায়ী চলতি সিজনে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। এই পরিস্থিতিতে নয়া বিদেশি চূড়ান্ত করা নিয়ে দেখা দিয়েছিল একাধিক জল্পনা। অবশেষে সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, আগত আইএসএল মরসুমের কথা মাথায় রেখে কাদিরীর বিকল্প হিসেবে নুনো রেইসকে সই করিয়েছে সাদা-কালো ব্রিগেড। পূর্বে জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটিতে খেলেছিলেন এই পর্তুগিজ তারকা। টানা তিনবার অজি লিগ জেতার পাশাপাশি গত ২০২১ সালে এ-লিগ চ্যাম্পিয়নশিপ জেতার ও রেকর্ড রয়েছে এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই ম্যাকলারেন সতীর্থের উপরেই এবার ভরসা রাখছে ব্ল্যাক প্যান্থার্স।