Mohammedan SC: ইনভেস্টর ইস্যুতে উত্তপ্ত মহামেডান, অন্য দলের শেয়ার কিনবে বাঙ্কারহিল?

বিগত কয়েকদিন ধরেই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে সমস্যায় জড়িয়েছে ময়দানের আরেক প্রধান মহামেডান (Mohammedan SC)। বিষয়টি এতটাই গুরুতর যে ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করার পথে এগোতে চায় তাদের ইনভেস্টর বাঙ্কারহিল।

Mohammedan SC

short-samachar

বিগত কয়েকদিন ধরেই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে সমস্যায় জড়িয়েছে ময়দানের আরেক প্রধান মহামেডান (Mohammedan SC)। বিষয়টি এতটাই গুরুতর যে ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করার পথে এগোতে চায় তাদের ইনভেস্টর বাঙ্কারহিল। অথচ একটা সময় এই সংস্থার আগমনেই সুদিন ফিরেছিল সাদা-কালো শিবিরে।

   

বহু দিনের প্রতীক্ষার পর কলকাতা লিগ জিতেছিল মহামেডান। ভালো পারফরম্যান্স ও করতে শুরু করেছিল আইলিগ ও ডুরান্ডের মতো টুর্নামেন্ট গুলিতে । তবে ক্লাব চালানোর ক্ষেত্রে সাবেক কর্তাদের তীব্র অসহযোগিতা ও চরম অপেশাদারিত্ব কে হাতিয়ার করেই সম্পর্ক ছিন্ন করতে চায় এই লগ্নিকারী সংস্থা।

পাশাপাশি শেয়ার সংক্রান্ত বিষয় নিয়ে ও দেখা দেয় সমস্যা। বছর কয়েক আগে এই লগ্নিকারী সংস্থার সঙ্গে প্রথমে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে পঞ্চাশ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের ও বাকি পঞ্চাশ শতাংশ ক্লাব কর্তাদের কাছে রাখার সিদ্ধান্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় আইএসএল খেলার পাশাপাশি দলের উন্নতির মতো বিষয় গুলি কে উল্লেখ করে আর এক শতাংশ শেয়ার বৃদ্ধি করার কথা জানানো হয় তাদের তরফে। যারফলে, তা গিয়ে দাঁড়ায় ৫১ শতাংশে। সেখান থেকেই ঝামেলা শুরু। ক্লাবের কতৃত্ব হারানোর সংশয়ের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না সাবেক কর্তারা। যা দেখে অখুশি ছিলেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং।

তবে পরবর্তী ক্ষেত্রে সেই বিষয় নিয়ে মিটমাট হলেও পরবর্তী ক্ষেত্রে ক্লাব কর্তাদের অপেশাদারিত্ব কে সামনে রেখে বিশেষ চিঠি পাঠায় বাঙ্কারহিল। যেখানে চুক্তি বিচ্ছেদের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় তাদের তরফে। যদিও এই নিয়ে এখনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষ। শোনা গিয়েছে ঈদের পরেই নাকি ইনভেস্টরদের সঙ্গে আলোচনায় বসবেন ক্লাব কর্তারা।

সেখানে আলাপ আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি কে মেটানোর পরিকল্পনা রয়েছে মহামেডান স্পোর্টিং কর্তাদের। অন্যদিকে এক বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইলিগের অন্য একটি দলের শেয়ার কিনতে আগ্ৰহী দীপক কুমার সিংয়ের বাঙ্কারহিল। তবে সেটি কোন দল, তা এখনো জানা যায়নি।