Mohammedan SC: বেঙ্গালুরুর এই উইঙ্গারকে দলে নেওয়ার মহামেডান

আগের থেকে এবার অনেকটাই বদল আসতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan SC)। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগত সিজনে দেশের প্রথম ডিভিশন লিগ তথা…

Ashley Alban Koli

আগের থেকে এবার অনেকটাই বদল আসতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan SC)। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগত সিজনে দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে অংশ নেবে রেড রোডের এই ফুটবল ক্লাব।

সেজন্য, অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে সাদা-কালো শিবির। বর্তমানে যাদের অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। তবে শুধু নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়, নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করার ও পরিকল্পনা ছিল তাদের। গত বেশকিছু সপ্তাহে পু্রনো বেশকিছু ফুটবলারদের বিদায় জানায় দল।

   

করনদ্বীপ থেকে শুরু করে কোজলভ, বিদেশ্বর সিং সহ আভাস থাপার মতো খেলোয়াড়দের রিলিজ করার কথা আগেই জানিয়েছিল দল। এছাড়াও ব্যারেটো থেকে শুরু করে জেমস কিথানের মতো ফুটবলাররা ও থেকেছে এই তালিকায়। বলতে গেলে আইএসএলের প্রথম সিজনের জন্য বিদেশী ব্রিগেডের পাশাপাশি দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে আইলিগের ফুটবল ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডের দিকে। সেই দলের তরুণ উইঙ্গার অ্যাশলে অ্যালবান কোলিকে এবার চূড়ান্ত করার পথে মহামেডান।

উল্লেখ্য, গত সিজনে বেঙ্গালুরু দলের জার্সিতে ১২টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন আইলিগে। এছাড়াও ডুরান্ডে ও গোল পেয়েছিলেন আপফ্রন্টের এই ফুটবলার। গত মাসের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বছর তেইশের এই ফুটবলারের। সবদিক বিচার বিবেচনা করেই এবার তাকে পেতে চাইছে রেড রোডের ক্লাব।