জয়ের হ্যাটট্রিকের খোঁজে ব্ল্যাক প্যান্থার্সদের কাঁটা মন্ত্রীর দল!

চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025) নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীভূমি এফসির (Sribhumi FC) মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ১৮ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বারাকপুর…

Mohammedan SC set to face Sribhumi FC in the CFL 2025 at Barrackpore Stadium

চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025) নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীভূমি এফসির (Sribhumi FC) মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ১৮ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে (Barrackpore Stadium) দুপুর ৩টে থেকে শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচ।

ঘরোয়া লিগের গত ম্যাচে সার্দান সমিতিকে ২-১ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে সাদা-কালো ব্রিগেড। এই জয়ের পর দল এখন অনেকটাই আত্মবিশ্বাসী। তার আগেই নজরকাড়া পারফরম্যান্সে জয় এসেছিল ডুরান্ড কাপেও। সেখানে গ্ৰুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে বিএসএফকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। ফলে টানা দুই জয়ে ফের ছন্দে ফিরেছে মেহরাজউদ্দিনের দল।

   

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মেহরাজউদ্দিন বলেন, “দলের মধ্যে এখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তবে প্রতিটা ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা এখন এমন একটা অবস্থানে রয়েছি, যেখানে প্রতিটি ম্যাচ জিততেই হবে। তাই শ্রীভূমি এফসি ম্যাচেও আমরা পুরোপুরি ফোকাসড এবং জয়ের লক্ষ্যে মাঠে নামব।”

তবে লিগ টেবিল বলছে অন্য কথা। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ড্র নিয়ে মহামেডান রয়েছে গ্রুপ বি’তে ১১তম স্থানে। ঝুলিতে রয়েছে মাত্র ৪ পয়েন্ট। ফলে এই মুহূর্তে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।

Advertisements

অন্যদিকে, প্রতিপক্ষ শ্রীরভূমি এফসি ও বেশ প্রতিযোগিতামূলক একটি দল হিসেবে পরিচিত। তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত। ফলে এদিনের ম্যাচটি সহজ হবে না, তা বলাই বাহুল্য।

মাঠে নামার আগে দলের প্রস্তুতি, খেলার ছন্দ ও সাম্প্রতিক ফর্ম দেখলে মনে হচ্ছে মহামেডান শিবিরে এখন উৎসাহ ও উদ্দীপনার জোয়ার। তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করতে মরিয়া। কোচের কণ্ঠেও ফুটে উঠেছে জয়ের তাগিদ। সেক্ষেত্রে দর্শকদের জন্য বারাকপুর স্টেডিয়ামে হতে চলেছে এক হাড্ডাহাড্ডি লড়াই। মহামেডানের লক্ষ্য টানা তৃতীয় জয়, আর শ্রীরভূমি চাইবে ছন্দে ফিরতে।

Mohammedan SC set to face Sribhumi FC in the CFL 2025 at Barrackpore Stadium