গত বছরের শেষের দিকে ময়দানের বাকি দুই প্রধানকে টেক্কা দিয়ে কলকাতা লিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দল টুর্নামেন্টের শুরুতে দাপট দেখালেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করে এই তৃতীয় প্রধান।
এই সাফল্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গা। টুর্নামেন্টে জয় করার পাশাপাশি সর্বাধিক গোল ছিল এই ফুটবলারের। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা লিগের ট্রফি হাতে পায়নি সাদা-কালো শিবির। তবে এবার দেওয়া হতে পারে সেই ট্রফি। তবে সেটি গ্ৰহন করার ক্ষেত্রে ফুটবলারদের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন।
যতদূর জানা গিয়েছে, আগামী ১২ই মার্চ দুপুরের দিকে কলকাতার টাউন হলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাদা-কালো শিবিরের হাতে তুলে দেওয়া হবে সেই ট্রফি। তবে শুধু মহামেডান স্পোর্টিং নয় বিভিন্ন বিভাগের বিজয়ী দলগুলির হাতে ও উঠতে চলেছে ট্রফি। অর্থাৎ এবার বহু প্রতীক্ষার পর ট্রফি নিয়ে সেলিব্রেশন করার সুযোগ পেতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা।
যা নিঃসন্দেহে খুশি করবে দলের সমর্থকদের। তবে এক্ষেত্রে দেখা দিয়েছে বেশকিছু সমস্যা। আসলে উল্লেখিত এই দিনে হয়ত অনুষ্ঠান ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন না মহামেডান দলের ফুটবলার সহ ক্লাব কর্তারা। সূচী অনুযায়ী, ওই দিনেই আইলিগে নিজেদের হোম ম্যাচ খেলতে হবে তাদের দলকে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চার্চিল ব্রাদার্স।
বলাবাহুল্য, এবারের আইলিগে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুতেই পয়েন্ট নষ্ট করতে চাইবে না সাদা-কালো ব্রিগেড। যারফলে, দলের ফুটবলাররা আদৌও উপস্থিত হতে পারবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছে একাধিক সংশয়। এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে বৈঠক করেই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্লাবের সাবেক কর্তারা।