Mohammedan SC: ডেভিডের শেষ মুহূর্তের গোলে গোকুলামকে হারাল মহামেডান

আই লীগ শিরোপা জয়ের দাবি আরও জোরালো করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। খেতাবের দৌড়ে থাকা অন্যতম দল গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে হারাল…

Mohammedan SC

আই লীগ শিরোপা জয়ের দাবি আরও জোরালো করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। খেতাবের দৌড়ে থাকা অন্যতম দল গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে হারাল মহামেডান। ম্যাচের নায়ক ডেভিড।

Advertisements

এবারের আই লীগ জয়ের অন্যতম ফেভারিট মহামেডান স্পোর্টিং ক্লাব। গোকুলাম কঠিন প্রতিদ্বন্দ্বী। প্রথম স্থান ধরে রাখার জন্য তাদের যেনতেন প্রকারে পরাজিত করার মানসিকতা নিয়ে রবিবার ময়দানে নেমেছিল ব্ল্যাক প্যান্থার। গোকুলামও জমি ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামেনি। ম্যাচ হল তুল্যমূল্য। ইএমএস স্টেডিয়ামে হল পাঁচ গোল।

বিজ্ঞাপন

জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। বিরতির কিছু আগে পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল দুটি করেছিলেন যথাক্রমে হার্নান্দেজ ও গোমেজ। ৪৫+১ মিনিটে লক্ষ্যভেদ করেন এক গোলের ব্যবধান কমান নৌফল। বিরতির পর স্কোরলাইন হয় ২-২। গোকুলাম কেরালা এফসিকে সমতায় ফেরান কৃষ্ণা।

দুই গোলে পিছিয়ে থাকার পর কামব্যাক। গোকুলাম প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছিল, ‘আমরাও কোনো অংশে কম যাই না।’ ম্যাচ এগোচ্ছিল ড্র হওয়ার দিকে। কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবে ডেভিড নামের এক ফুটবলার রয়েছেন। গোল করাই যার অভ্যাস। সেই ডেভিড আবারও নায়ক। ৯০+৭ মিনিটে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে করলেন জয়সূচক গোল, খেলা শেষ হল ৩-২ স্কোরলাইনে। ১৭ ম্যাচে মহামেডানের পয়েন্ট ৩৮।