Advertisements

Mohammedan SC: নামধারীর বিপক্ষে আইলিগে সহজ জয় মহামেডানের

Mohammedan SC, Namdhari FC

ফের জয়। এবারের আইলিগে নিজেদের ছন্দ অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে নামধারী এফসির মুখোমুখি হয়েছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে ৩-১ গোলে সহজ জয় ছিনিয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান। দলের জার্সিতে গোল পেয়েছেন যথাক্রমে আদিঙ্গা,বিকাশ।

Advertisements

আত্মঘাতী গোল থেকেছে আকাশদীপ খালনের। অন্যদিকে, নামধারীর হয়ে ব্যবধান কমান ইমানল সাদাবা। পেনাল্টি থেকে গোল পান প্রতিপক্ষের এই ফুটবলার। এই জয়ের দরুণ পয়েন্ট টেবিলে বাকিদের আরও খানিকটা এগিয়ে দিল মহামেডান দলকে।

বলাবাহুল্য, এই সিজন শুরু থেকেই একের পর এক ম্যাচে কেবল জয় এসেছে তাদের। ম্যাচ জেতা যেন প্রত্যেকদিনের অভ্যাস হয়ে গিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সের কাছে। সেই সুবাদেই তারা অপরাজিত ছিল টুর্নামেন্টের প্রথম লেগ। তবে দ্বিতীয় লেগ শুরু হতেই প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীর দলের কাছে জোড় ধাক্কা খেয়েছিল ডেভিডরা। কিন্তু পরবর্তী ম্যাচ থেকে ফের ঘুরে দাঁড়ায় দল।

Advertisements

এমনকি তারা অ্যাওয়ে ম্যাচে আটকে দেয় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দুই ফুটবল দল তথা শ্রীনিধি ডেকান ও গোকুলাম কেরালা এফসিকে। বিশ্বমানের গোল দেখা যায় তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গার পা থেকে।

সেই ধারাই বজায় থাকল আজকের ম্যাচে। নামধারী দলের বিপক্ষে প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক দেখায় চেরনিশভের ছেলেদের। তবে প্রতিপক্ষ দলের তরফ থেকে গোলমুখী শট দেখা গেলেও তা যথেষ্ট ছিল না। সেইসাথে ছন্নছাড়া ডিফেন্স অনেকটাই ব্যাকফুটে ফেলে দেয় প্রতিপক্ষ দলকে। ম্যাচের শেষের দিকে তাদের তরফ থেকে ব্যবধান কমানো সম্ভব হলেও ম্যাচে ফেরার সুযোগ থাকেনি।

Advertisements