CFL : মাঠে নেমেই ৬ গোল! কলকাতা লিগ জয়ের প্রবল দাবিদার

Mohammedan SC started preparing for the new season

দেরিতে অনুশীলন শুরু করলেও ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। (Mohammedan SC) অনুশীলন ম্যাচে ৬ টি গোল করেছে তারা। আসন্ন কলকাতা ফুটবল লিগ (CFL) জয়ের প্রবল দাবিদার সাদা কালো ব্রিগেড৷

Advertisements

মহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সিনিয়র দল। সেখানে ৬ টি গোল করেছে তারা। একটি করে গোল করেছেন – ওয়েন ভাজ, রাহুল পাসোয়ান, অভিষেক হালদার, গোপী সিং। জোড়া গোল করেছেন প্রীতম সিং।

২ আগস্ট থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ ডিভিশন। অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল কলকাতার অন্যান্য দলগুলো। তুলনায় অনেকটাই দেরিতে অনুশীলন শুরু করেছেন মহামেডান। তবে ফের কলকাতা ফুটবল লিগ জয়ের প্রবল দাবিদার ময়দানের অন্যতম প্রধান এই ক্লাব। ইতিমধ্যে বিদেশি ফুটবলার দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স আলাদা করে বলার মতো।

Advertisements

আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সাদা কালো ব্রিগেড। গত মরসুমে আই লিগ জয়ের খুব কাছে চলে গিয়েছিল দল। শেষ ম্যাচে গিয়ে হাতছাড়া হয়েছে ট্রফি। সেই ভুলটা তারা আর করতে চাইছে না। তাই শুরু থেকে মহামেডানের লক্ষ্য ট্রফি জেতা। আসন্ন কলকাতা ফুটবল লিগে অনিশ্চিত এটিকে মোহন বাগান। ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যতও এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে মহামেডান এমনিতেই খেতাব জয়ের দাবিদার।