এবারের ডুরান্ড কাপের শুরুটা খুব একটা ভালো হয়নি মহামেডান (Mohammedan SC) দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুম্বাই সিটি এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে ময়দানের এই আরেক প্রধান দলকে। তবে কলকাতা লিগে (Calcutta League) নিজেদের পুরোনো ছন্দই ধরে রেখেছে সাদা-কালো ব্রিগেড। একেবারে প্রথম ম্যাচ থেকেই ব্যাপক দাপটের সাথে নিজেদের অভিযান শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড।
মাঝখানে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে দল। সেই পারফরম্যান্স এবার ধরে রাখল কলকাতা লিগে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ এফসিআই দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ৩-১ ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সাদা-কালো ব্রিগেড।
আজ ম্যাচের শুরু থেকেই সেই আক্রমনাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল সাদা-কালো ব্রিগেডের ফুটবলারদের। অন্যদিকে রক্ষনভাগের চাপ সামলাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে যেতে হয় প্রতিপক্ষ দলের ফুটবলারদের। যারফল স্বরূপ ম্যাচের প্রথমার্ধে বিপক্ষ দলের দুইটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের ২৯ মিনিটের মাথায় তন্ময় ছোয়ায় বল চলে যায় গোলের মধ্যে। যারফলে, ১ গোলে এগিয়ে যায় দল। তার ঠিক কিছুক্ষণ পরেই ম্যাচের ঠিক ৩৬ মিনিটের মাথায় দ্বিতীয় আত্মঘাতী গোল। তাই প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং ক্লাব।
FULL TIME | A convincing victory from the boys to make it 1️⃣5️⃣ points from 6️⃣ matches in #CFL2023. 🤩#JaanJaanMohammedan #IndianFootball #BlackAndWhiteBrigade pic.twitter.com/GdE5XtZoIp
— Mohammedan SC (@MohammedanSC) August 8, 2023
তবে দ্বিতীয়ার্ধে ও সমানভাবে চাপ বজায় রাখতে থাকে ব্ল্যাকপ্যান্থার্স। তবে পেনাল্টি থেকে প্রতিপক্ষ দলের ফুটবলার সৌভিক মান্না গোল করে ব্যবধান কমাতে সক্ষম হলেও ৭৬ মিনিটের মাথায় সাদা-কালো দলের অন্যতম তারকা ডেভিডের করা গোলে কার্যত নিজেদের জয় নিশ্চিত করে ফেলে রেড রোডের এই ক্লাব। তারপর নির্ধারিত সময়ের শেষে এই ব্যবধান বজায় রেখেই ম্যাচ জেতে মহামেডান দল।