রবিবাসরীয় লড়াইয়ে তিন পয়েন্টের হাতছানি ব্যাল্ক প্যান্থার্সদের, দুই ধাপ এগিয়ে প্রতিপক্ষ

কলকাতা ফুটবল লিগে ২০২৫ (CFL 2025) শুভসূচনা না হলেও আশার আলো ধরে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) রিজার্ভ দল। ১৩ জুলাই কল্যাণী স্টেডিয়ামে দুপুর…

Mohammedan SC Shares Points in CFL 2025 Opener Against Calcutta Police Club

কলকাতা ফুটবল লিগে ২০২৫ (CFL 2025) শুভসূচনা না হলেও আশার আলো ধরে রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) রিজার্ভ দল। ১৩ জুলাই কল্যাণী স্টেডিয়ামে দুপুর ৩টেয় রবিবাসরীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আসস রেনবো এসির (ASOS Rainbow AC)। কোচ মেহরাজউদ্দিনের লক্ষ্য একটাই, ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলে নেওয়া।

   

প্রথম ম্যাচে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে ড্র। দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড এসসির কাছে হারের ফলে চাপে রয়েছে সাদা-কালো জায়ান্টরা। কিন্তু দলের পারফরম্যান্স থেকে মনোবল কিংবা লড়াইয়ের অভাব দেখা যায়নি। তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত এই স্কোয়াড ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে তারা কতটা তৎপর এবং প্রতিশ্রুতিবদ্ধ।

এই মরসুমে মহামেডান স্পোর্টিং বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রতিভা তুলে ধরার ওপর। বেছে নেওয়া হয়েছে বাংলার নানা প্রান্ত থেকে উদীয়মান ফুটবলারদের। তাদের নিয়েই তৈরি হয়েছে এক তরুণ, উদ্যমী ও প্রতিভাবান দল। কোচিং স্টাফ এবং ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, এই স্কোয়াড ভবিষ্যতে মূল দলে জায়গা করে নেওয়ার যোগ্যতা রাখে।

তবে আগামীকালের ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে দল। আগের ম্যাচে লাল কার্ড দেখায় অধিনায়ক দিনেশ মেইতেই অনুপস্থিত থাকবেন গুরুত্বপূর্ণ ম্যাচে। দলের ডিফেন্সিভ মিডফিল্ডে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ছিল এক বড় ভরসা। তবে তাঁর অনুপস্থিতিতেও আশাবাদী কোচ মেহরাজউদ্দিন এবং সতীর্থরা। তবুও আসস রেনবো এসির বিরুদ্ধে ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Advertisements

ক্লাবের এক সিনিয়র কর্তা জানান, “আমাদের রিজার্ভ দলটি শুধু CFL খেলছে না, ওদের মধ্যে অনেকেই ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারে। দিনেশের অনুপস্থিতি একটা ক্ষতি, কিন্তু বাকি ছেলেরা অনেক পরিশ্রম করছে। আমরা আশাবাদী যে কালকের ম্যাচে জয় ফিরিয়ে আনবে ছেলেরা।”

কালকের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যেও। কল্যাণী স্টেডিয়ামে উল্লেখযোগ্য সমর্থক সমাগম আশা করা হচ্ছে। সবার চোখ এখন মহামেডানের তরুণ সৈনিকদের দিকে। তারা কি পারবে নিজেদের ফিরে পেতে? উত্তর মিলবে আগামীকাল বিকেলে মাঠে।

Mohammedan SC ready to rebound against ASOS Rainbow AC in their upcoming CFL 2025 clash