অবনমন পর্বে সার্দানের বিরুদ্ধে মর্যাদা রক্ষার লড়াইয়ে ব্ল্যাক প্যান্থার্সরা

১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (CFL 2025) অবনমন পর্বের লড়াই। প্রথম দিন বারাকপুরের স্টেডিয়ামে (Barrackpore Stadium) মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব…

Mohammedan SC ready to face Southern Samity in their first match of CFL 2025 relegation round at Barrackpore Stadium

১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (CFL 2025) অবনমন পর্বের লড়াই। প্রথম দিন বারাকপুরের স্টেডিয়ামে (Barrackpore Stadium) মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) ও সাদার্ন সমিতি (Southern Samity)। দুপুর ৩টে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

Advertisements

কবে থেকে প্রি-সিজন শুরু করতে পারে বেঙ্গালুরু?

   

গ্রুপ বি’তে ১২ ম্যাচ খেলে মাত্র ৩টি জয়ে এবং ২টি ড্র করে মহামেডান পেয়েছে মোট ১১ পয়েন্ট। শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতা এসসির বিরুদ্ধে ড্র করে অবনমন পর্বে খেলতে হবে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। দলকে মর্যাদা বাঁচাতে হলে অবনমন পর্বে ভালো পারফরম্যান্স জরুরি মহামেডানের।

অন্যদিকে, সাদার্ন সমিতির অবস্থা আরও করুণ। গ্রুপ পর্বে মাত্র ২ পয়েন্ট পেলেও, শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দল না নামানোয় বড় শাস্তির মুখে পড়ে তারা। লিগ কমিটি নিয়ম অনুযায়ী তাদের ২ পয়েন্ট কেটে নিয়েছে, ফলে বর্তমানে তাদের পয়েন্ট শূন্য। পাশাপাশি, ডায়মন্ড হারবারকে ওই ম্যাচের ৩ পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় লিগ টেবিলে তেমন প্রভাব না পড়লেও, সাদার্নের মনোবলে ধাক্কা লেগেছে বলেই মনে করছে ফুটবল মহল।

ব্রুনেইয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে নৌসাদ মুসার ভারত

লিগ কমিটির চেয়ারম্যান কৌশিক বসু জানিয়েছেন, “নিয়ম অনুযায়ী সাদার্নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে না নামার ফলে ২ পয়েন্ট কাটা হয়েছে এবং ডায়মন্ড হারবারকে ম্যাচের ৩ পয়েন্ট দেওয়া হয়েছে।”

এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামেডান স্পোর্টিং চাইবে জয় দিয়ে অবনমন পর্ব শুরু করতে, যেখানে সাদার্ন সমিতি খুঁজবে ঘুরে দাঁড়ানোর রাস্তা।

ছিটকে গেল ভারত! অতিরিক্ত সময় জয় ছিনিয়ে নিল কাতার

অবনমন পর্বের পাশাপাশি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুপার সিক্স পর্বের ম্যাচ। নিজেদের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। তবে তার আগে নজর থাকবে ব্যারাকপুরে, যেখানে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং নামছে মর্যাদা রক্ষার লড়াইয়ে।

Mohammedan SC ready to face Southern Samity in their first match of CFL 2025 relegation round