শেষ সুযোগের লড়াইয়ে প্রত্যাবর্তনের খোঁজে মেহরাজউদ্দিনের ছাত্ররা

২২ আগস্ট, কলকাতা ফুটবল লিগে (CFL 2025) দশম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। প্রতিপক্ষ সপ্তম স্থানে থেকে ভবানীপুর এসসি (Bhawanipore SC)। ম্যাচ…

Mohammedan SC Set to Kick Off CFL 2025 Campaign Against Calcutta Police Club

২২ আগস্ট, কলকাতা ফুটবল লিগে (CFL 2025) দশম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। প্রতিপক্ষ সপ্তম স্থানে থেকে ভবানীপুর এসসি (Bhawanipore SC)। ম্যাচ অনুষ্ঠিত হবে বারাকপুর স্টেডিয়ামে (Barrackpore Stadium), দুপুর ৩টা থেকে। লিগের শেষ দিকের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই জিতে পয়েন্ট ঘরে তুলে নিতে মরিয়া।

Advertisements

গত ম্যাচে উয়াড়ি এসির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে কিছুটা চাপে রয়েছে সাদা-কালো ব্রিগেডের তরুণ দল। ৯ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। বাকি তিন ম্যাচে ভালো ফল এনে দলের সম্মান রক্ষা করতে চায় তারা।

   

কোচ মেহরাজউদ্দিন ম্যাচের আগের দিন বলেন, “উয়াড়ি ম্যাচে হারের পর ছেলেরা কিছুটা হতাশ হলেও, আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। কালকের ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি খেলোয়াড় যেন নিজের ভূমিকা ঠিকভাবে পালন করে, সেটাই আমরা চাইছি।”

মহামেডান স্পোর্টিং ক্লাবের এই দল বেশ কিছু তরুণ প্রতিভায় ভরপুর। তবে অভিজ্ঞতার অভাব এবং শেষ মুহূর্তে মনঃসংযোগের ঘাটতি অনেক সময়ই দলকে মূল্য দিতে বাধ্য করছে। কোচের ভাষায়, “ফুটবলে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই আসল বিষয়। আমরা এই ম্যাচে ঠিক সেটাই করতে চাই।”

অন্যদিকে, ভবানীপুর এসসি এই সিজনে বেশ ধারাবাহিক। তারা জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তবে মহামেডান যে সহজ প্রতিপক্ষ নয়, সেটাও জানে তারা। অতীতে বহুবার এই দুই দলের লড়াই কলকাতা ময়দানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বারাকপুর স্টেডিয়ামে কালকের ম্যাচে সমর্থকদের উপস্থিতি প্রত্যাশিতভাবেই বেশি হবে। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই রোমাঞ্চকর দ্বৈরথের জন্য। মহামেডান কি পারবে ঘুরে দাঁড়াতে? নাকি ভবানীপুরই দাপট দেখাবে আরও একবার? উত্তর মিলবে কাল বিকেলে।

Mohammedan SC ready for their next clash in CFL 2025 against Bhawanipore SC at the Barrackpore Stadium