Bangladesh: সানডে-ইমনের গোলে দারুণ জয়ে ফাইনালে মোহামেডান

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশ (Bangladesh) ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিং (Mohammedan SC) এবার ফাইনালে উঠতে পারবে কিনা, সেই শঙ্কা ছিল। আবার আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ…

Bangladesh, Mohammedan SC

মোত্তাকিন মুন, ঢাকা: বাংলাদেশ (Bangladesh) ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিং (Mohammedan SC) এবার ফাইনালে উঠতে পারবে কিনা, সেই শঙ্কা ছিল। আবার আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেও করেও গোল পাচ্ছিলোনা মোহামেডান। ফলে শঙ্কার পারদ আরও বেড়েই যাচ্ছিলো। দ্বিতীয়ার্ধের হঠাৎই গোল করে এগিয়ে যায় পুলিশ এফসি। এরপর বিধ্বংসী হয়ে উঠল মোহামেডান। আক্রমণের ঝড় বইয়ে দিয়ে, দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফেডারেশন কাপের ফাইনালে উঠল আলফাজ আহমেদের দল।

ফেডারেশন কাপের আজ প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে গত মৌসুমের শিরোপাধারীরা। আখরোরবেক উখমাতোভের গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে সমতার স্বস্তি এনে দেন ইমানুয়েল সানডে। এরপর ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন শাহরিয়ার ইমন।

   

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ মুঠোয় রাখা মোহামেডান দ্বাদশ মিনিটে প্রথম ভালো আক্রমণটি করেন। আরিফ ইসলামের কাটব্যাকে সানডের হেড অল্পের জন্য বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। অষ্টাদশ মিনিটে এক ডিফেন্ডারের ভুল পাসে বক্সে বল পেয়ে যান শাহেদ মিয়া, কিন্তু গোলরক্ষক বরাবর শট নেন পুলিশের এই ফরোয়ার্ড।

২১তম মিনিটে ইমনের থ্রু পাসে ছুটে গিয়ে টোকা দিতে পারেননি সানডে। বলে গতি থাকায় চলে যায় গোলরক্ষকের গ্লাভসে। ২৬ মিনিটে পুলিশ সুযোগ পায়। এদুয়ার্দ মোরিওর দারুণ এক পাসে শাহেদ বক্সে ঢুকে আগুয়ান গোলকিপার সুজন হোসেনকে ঠিকমতো কাটাতে পারেননি। বল চলে যায় বাইরে।

দুই মিনিট পর মোহামেডানের আরিফকে বক্সে গোলরক্ষক আহসান হাবিব বিপু ধাক্কা দিয়ে ফেলে দিলেও বিষয়টি এড়িয়ে যায় রেফারির চোখ।দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পুলিশ এফসি। মোরিওর ফ্রি কিকে বক্সে উখমাতোভের হেডে বল ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষক সুজন হোসেনকে ফাঁকি দিয়ে পোস্টের ভেতরের কোণায় লেগে জালে জড়ায়।

৫৩তম মিনিটে ইমানুয়েল সানডের ক্রসে হাসান মুরাদের হেড পাসের পর আরিফ টোকায় বাড়িয়ে দেন মোজাফ্ফরভকে; উজবেকিস্তানের এই মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে এক হাতের টোকায় কর্নার করে দেন বিপু।

খানিক পর বাইলাইনের একটু ওপর থেকে আরিফের ক্রসে ছোট বক্সের ভেতর থেকে ইমানুয়েল সানডে টোকা দিয়েছিলেন, বল গড়িয়ে বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। মোহামেডানের হতাশা আরও বাড়ে।

অবশেষে ৬৮তম মিনিটে স্বস্তি ফেরে মোহামেডানের তাঁবুতে। দিয়াবাতের শট প্রতিহত হওয়ার পর আরিফের ভলি ঠিকঠাক হয়নি, বল চলে যায় ইমানুয়েল সানডের পায়ে, দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

৭৩তম মিনিটে হাসান মুরাদের ক্রসে দূরের পোস্টে থাকা ইমানুয়েল সানডে পা চালিয়েছিলেন, কিন্তু বল থাকেনি লক্ষে। চার মিনিট পর দিয়াবাতের আড়াআড়ি ক্রসে গোলমুখে ইমন ও দূরের পোস্টে ইমানুয়েল সানডে কেউই পারেননি ঠিকঠাক টোকা দিতে।

একের পর এক আক্রমণ শাণানো মোহামেডান এগিয়ে যায় ৭৮তম মিনিটে। ইমানুয়েল সানডের ক্রসে ইমনের হেড বলের লাইনে থাকলেও ফেরাতে পারেননি বিপু।  এরপরই আক্রমণের জোর কমিয়ে রক্ষণে মনোযোগী হয় মোহামেডান। বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে মাতে দারুণ জয়ের উচ্ছ্বাসে।

উল্লেখ্য, আগামী ১৪ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে ২১ মে মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবে মোহামেডান।