Mohammedan SC: ফুটবল-ক্রিকেট ছাড়াও আরও একটি খেলায় এগিয়ে যাচ্ছে মহামেডান

ফুটবল কিংবা ক্রিকেটে আবদ্ধ নেই মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। অল্প সময়ে ফুটসলে (Futsal) উন্নতি করেছে ক্লাব। মিলেছে বিশেষ সম্মান। জাতীয় স্তরের ফুটসলে গুরুত্বপূর্ণ পালন করছে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব।

Advertisements

২০০৫ সালে আইএফএ এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল কলকাতা ফুটসল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ গ্রহণ করার জন্য দল গঠন করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পশ্চিমবঙ্গে ফুটসলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে ফুটসল চ্যাম্পিয়নশিপের। সে’বার যোগ দিয়েছিল ৩২০ টি দল।

২০১৬ সালে ফের উদ্যোগী হয় আইএফএ। আটটি দল নিয়ে শুরু হয়েছিল ক্যালকাটা ফুটসল লিগ। ফুটসল দলকে নতুন করে সাজায় মহামেডান। ২০২০ সাল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পেতে শুরু করে ভারতীয় ফুটসল। এএফসি টুর্নামেন্টে খেলার দরজা খুলে যায় মহামেডান সহ ভারতের অন্যান্য ক্লাবের সামনে। 

Advertisements
Mohammedan SC
ইতিহাস গড়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

অতিমারির কারণে ২০২০ সালে স্থগিত হয়ে গিয়েছিল প্রতিযোগিতা। পরের বছর হয়েছিল টুর্নামেন্ট। রানার্স হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।