Mohammedan SC: আইলিগের প্রথম ম্যাচে ফ্রি টিকিটের ব্যবস্থা মহামেডানের

Mohammedan SC

গতবারের মতো এবার ও ব্যাপক ছন্দে রয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই নিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয় করে সাদা-কালো ব্রিগেড। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এবারের এই ফুটবল লিগের সুপার সিক্সের শুরু থেকেই দাপিয়ে বেড়িয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের গ্রুপ ম্যাচের লড়াইয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হলেও এবার সুপার সিক্সে তার বদলা নিয়েছে সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছিল রেডরোডের এই ফুটবল ক্লাব। এরফলে খেতাব জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছিল দল। তারপর ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান দলকে হারিয়ে ট্রফি সুনিশ্চিত করে ফেলে ব্ল্যাক প্যান্থার্স।

   

তবে সেই ম্যাচে ফ্রি- টিকিটের ব্যবস্থা থাকায় দর্শকদের ভিড় ও ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে ম্যাচ জিতে সমর্থকদের মধ্যে উন্মাদনা ও ছিল প্রবলতর। এবার ফের সেই পরিকল্পনা ফেরানো হল আইলিগের ক্ষেত্রে। গতকাল মহামেডান স্পোর্টিং কর্তা ইস্তেয়াক আহমেদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ফ্রি-টিকিটের কথা। অর্থাৎ আসন্ন আইলিগের প্রথম ম্যাচে বিনামূল্যে টিকিট বিতরণ করা হবে দর্শকদের কাছে। যেমনটা করা হয়েছিল কলকাতা লিগের ডায়মন্ডহারবারের ম্যাচে। সব ঠিকঠাক থাকলে আজ থেকেই হয়ত দেওয়া শুরু হতে পারে ম্যাচের টিকিট। এছাড়াও মেম্বার কার্ড থেকে ও মিলবে টিকিট।

নির্ধারিত সূচী অনুযায়ী, আগামী ২৯ তারিখ সন্ধ্যা ৭টায় নৈহাটি স্টেডিয়ামে আইজল এফসির মুখোমুখি হয়ে নিজেদের আইলিগ অভিযান শুরু করবে সাদা-কালো শিবির। তারপর নভেম্বরের শুরুতে ফের নৈহাটিতে শিলং লাজং এফসির বিপক্ষে খেলতে হবে চেরনিশভের ছেলেদের। তবে এখন সকলের নজর প্রথম ম্যাচের দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন