
আইএসএলের মাত্র এক মাস আগেই মহামেডান (Mohammedan SC) সমর্থকদের জন্য মিলল বড় সুখবর। দীর্ঘদিন ধরে ক্লাবের স্পনসর সংক্রান্ত জটিলতা এবার কাটার মুখে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মহামেডানের জন্য নতুন ইনভেস্টরের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
বিশ্বকাপে কত নম্বরে খেলবেন? জানালেন নাইটদের পাওয়ার হিটার
বুধবার ক্লাবে আইএসএল সংক্রান্ত একটি বৈঠকের পর ক্লাব কর্তারা সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় বাংলার এক সংস্থা এই মরশুমে মহামেডানের জন্য ইনভেস্টর হিসেবে কাজ করবে। মহামেডান সভাপতি ও সম্ভাব্য ক্লাব প্রধান আমিরুদ্দিন ববি সাংবাদিকদের বলেন, “মুখ্যমন্ত্রী ইনভেস্টরের সঙ্গে সমন্বয় করিয়ে দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আগামী মরশুমে আইএসএলে অংশগ্রহণ নিশ্চিত করতে এআইএফএফ নির্দেশ দিয়েছে, ক্লাবগুলোকে অবশ্যই খেলতে হবে। না হলে শাস্তির মুখে পড়তে হবে। এই পরিস্থিতিতে মহামেডান ক্লাবও অনির্ধারিত হয়ে আইএসএলে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে স্পনসর সংক্রান্ত সমস্যার সমাধান তখনো হয়নি। মুখ্যমন্ত্রীর দখলে সেই জটিলতা কাটানো সম্ভব হয়েছে।
বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের! ছিটকে গেলেন ভারতীয় অলরাউন্ডার
ক্লাবের বাজেট ধরা হয়েছে ২০-২৫ কোটি টাকা। এর মধ্যে গত মরশুমের ব্যান তুলতে খরচ হবে ১২ কোটি, বাকি অর্থ দিয়ে দল গঠন করা হবে। এ বছর আইএসএল সংক্ষিপ্ত আকারে হওয়ায় বাজেটও কম রাখা হয়েছে। মহামেডান সভাপতি জানান, “২৫ জানুয়ারির মধ্যে ইনভেস্টরের নাম ঘোষণা হলে আমরা প্র্যাকটিস শুরু করব। বিদেশি খেলোয়াড় ছাড়াই আমরা দল গঠন করব। কলকাতা ও দেশের অন্যান্য প্রান্তের সেরা খেলোয়াড়দের নিয়ে দল হবে, মেহরাজই কোচ থাকবেন।”
তবে কাদের সঙ্গে চুক্তি হবে তা এখনও স্পষ্ট নয়। ববি জানান, একা ইনভেস্টরের সঙ্গে চুক্তি হলেও হোমগ্রাউন্ড নিয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবাইকে মিলিতভাবে আলোচনার প্রয়োজন। তুলনামূলকভাবে শক্তিশালী না হলেও, এই নতুন ইনভেস্টরের সংযোজন মহামেডানকে আইএসএলে অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে। সাদা-কালো শিবিরের সমর্থকরা আইএসএলের শুরুর অপেক্ষায় এখন নতুন আশা নিয়ে বসে আছেন।










