Mohammedan SC: নর্থইস্টের ঘর ভেঙে এই ফুটবলারকে চূড়ান্ত করার পথে মহামেডান

Footballer Rochharzela

সপ্তাহ কয়েক আগে শিলং লাজং এফসিকে পরাজিত করে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এই খেতাব জয়ের পর থেকেই আইএসএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ম্যানেজমেন্ট। দেশের প্রথম সারির এই ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে আগের তুলনায় বাজেট ও অনেক গুন বাড়তে চলেছে এবার।

তবে সেক্ষেত্রে বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশি ফুটবলার তথা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে হার্নান্দেজের মত ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও বদল করা হতে পারে বেশকিছু ভারতীয় ফুটবলারদের। লাল বিয়াকনিয়া থেকে শুরু করে জো জোহেরলিয়ানার মত ফুটবলারদের দলে এনে বড় চমক দেওয়ার পথে রেড রোডের এই ফুটবল ক্লাব।

   

এসবের মাঝেই উঠে আসলো আরও একটি নতুন নাম। তিনি রোচরজেলা। এবারের এই ফুটবল সিজনে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছেন মিজোরামের এই ফুটবলার। গোল করানোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। সেজন্য, দলের কোচ হুয়ান পেদ্রো বেনোলীকের রিজার্ভ বেঞ্চের অন্যতম ভরসার মুখ ছিলেন এই ফুটবলার।

এবার আইএসএলের এমন সক্রিয় ফুটবল দল থেকে তাকে ছিনিয়ে নেওয়ার পথে ব্ল্যাক প্যান্থার্সরা। মূলত, রাইট উইঙ্গার হিসেবে পরিচিত হলেও লেফট উইংয়ের পাশাপাশি লেফট মিডফিল্ডার হিসেবে ও যথেষ্ট সক্রিয়তা রয়েছে বছর ছাব্বিশের এই ফুটবলারের।

নতুন মরশুমে তাকে দলে রেখে অভিযান শুরু করার কথা ভাবছে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরেই বিদেশী স্ট্রাইকারদের দিকেও নজর রয়েছে তাদের। শেষ পর্যন্ত আদৌ কাকে চূড়ান্ত করা হয় এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন