গোটা মরসুমের জন্য মাঠের বাইরে কাদিরী, কে আসবেন বিকল্প হিসেবে?

abdul kadiri mohammed

আগামী ১৬ সেপ্টেম্বর আইএসএলের প্রথম ম্যাচ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। এই সিজনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছে পেদ্রো বেনালির ক্লাব। যারফলে ব্যাপক আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে নর্থইস্ট। সব দিক বিচার বিবেচনা করেই এখন ফুটবলারদের নিয়ে অনুশীলন চালাচ্ছেন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।

কয়েকদিন আগে পর্যন্ত নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে দল অনুশীলন করলেও বর্তমানে মাঠ মেরামতের কাজ চলছে সেখানে। যারফলে নিজেদের ক্লাব গ্ৰাউন্ডেই চলছে অনুশীলন। সেই অনুশীলন শিবিরেই চোট পেয়েছেন আব্দুল কাদিরী মহম্মদ। যারফলে সাপোর্টিং স্টাফেদের কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ঘানার এই ফুটবলারকে। জানা গিয়েছিল হাঁটুতে চোট পেয়েছেন এই বিদেশি ফুটবলার।

   

সেজন্য আইএসএলের প্রথম ম্যাচ তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চিয়তা। কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল গভীর চোটের দরুন আগামী কয়েক মাস হয়তো মাঠের বাইরের থাকবেন এই ফুটবলার। তবে এমআরআই রিপোর্টের উপর নির্ভর করছিল তাঁর ফিরে আসার সম্ভবনা। সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার বিকেলের মধ্যেই নাকি এসে গিয়েছে রিপোর্ট।

সেই অনুযায়ী চলতি মরসুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না এই সাদা-কালো ফুটবলার। বর্তমানে যা পরিস্থিতি তাতে নিজের দেশে ফিরেই হয়তো অস্ত্রপচার করাবেন কাদিরী। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মহামেডানের কাছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি করে নয়া ফুটবলার আনাই এখন অন্যতম লক্ষ্য সাদা-কালো শিবিরের। তবে গত আগস্ট মাসেই শেষ হয়েছে এবারের সামার ট্রান্সফার উইন্ডো।

যারফলে এখন ফ্রি প্লেয়ার খোঁজার দিকেই নজর তাঁদের। জানা গিয়েছে, আইএসএলের কথা মাথায় রেখে বেশ কয়েকজন আফ্রিকান ফুটবলারদের দিকে নজর রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি নয়া বিদেশির নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন