Mohammedan SC: আই লিগে গোলের বন্যা বইয়ে দেওয়া স্ট্রাইকার মহামেডানে!

ভালো মানের স্ট্রাইকারের খোঁজে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আই লিগ জয়ী মরসুমে দলে ভালো মানের একাধিক বিদেশী ফুটবলার থাকলেও, তাদের অনেকের বয়স বেশি।…

mohammedan sc

ভালো মানের স্ট্রাইকারের খোঁজে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আই লিগ জয়ী মরসুমে দলে ভালো মানের একাধিক বিদেশী ফুটবলার থাকলেও, তাদের অনেকের বয়স বেশি। নতুন মরসুমের জন্য তুলনামূলক কম বয়সী বিদেশির সন্ধানে রয়েছে ক্লাব। স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে ভালো মানের বিদেশি স্ট্রাইকার। শোনা যাচ্ছে আই লিগে প্রচুর গোল করা এক স্ট্রাইকারের নাম।

আই লিগের বিগত কয়েক মরসুমে ধারাবাহিকভাবে নজর কেড়েছেন কলম্বিয়ার স্ট্রাইকার David Castañeda। শ্রীনিডি ডেকানের হয়ে পরপর তিন মরসুমে নিয়মিত খেলেছেন ও গোল করেছেন। ক্লাবের হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর, করেছেন তিরিশের বেশি গোল।

   

ওডিআই বিশ্বকাপের মতো T20 World Cup দেখা যাবে বিনামূল্যে

ডেভিডের বয়স খুব বেশি নয়, তিরিশের নীচে। মহামেডান স্পোর্টিং ক্লাব যে ভাবনা নিয়ে দল গোছাতে চাইছে তার সঙ্গে ডেভিড মানানসই। ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে পারলে সাদা কালো ব্রিগেডকে একাধিক মরসুম সার্ভিস দিতে পারবেন। ২০২২-২৩ মরসুমে শ্রীনিডি ডেকানকে রানার্স-আপ করিয়েছিলেন তিনি।

Colin Munro: অবসর নিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার

২০২২-২৩ মরসুমে ভালো ফর্মে ছিলেন David Castañeda। প্রায় ১৫ গোল যুক্ত করেছিলেন নিজের নামের পাশে। তবে এবারে শেষ হওয়া আই লিগ সিজনে তাঁর ফর্ম ছিল পড়তির দিকে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় অনেকটা পিছিয়ে পড়েছিলেন। এবারেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিল শ্রীনিডি, মহামেডান স্পোর্টিং ক্লাবের ঠিক পরেই। প্রতিযোগিতার শেষ তিন ম্যাচ গোল রয়েছে ডেভিডের।