শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে পরাজয় এবং এক ম্যাচে ড্র, কার্যত হতাশ করে তুলেছে সমর্থকদের। যদিও মরশুম শুরুর পর থেকেই দুরন্ত ছন্দে ছিল ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন যোগদান করা দল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। কিন্তু মোহনবাগানের কাছে ডার্বিতে হারের পর থেকেই কার্যত যেন জুজু দেখল আন্দ্রে চেরনিশভের ছাত্ররা (Andrey Chernyshov)। এরপর একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়েছেন আ্যালেক্সি-ফ্রাঙ্কারা। শুধুমাত্র ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই গোল শূণ্য ড্র করে সাদা-কালো ব্রিগেড। এখন সমর্থকদের মনে একটাই আগামী শুক্রবার পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে নামার কোন নতুন পরিকল্পনা নিচ্ছে দল। বাদ পড়ছেনা কোচ বদলের প্রসঙ্গ।
দিল্লিকে বধ করে লিগ শীর্ষে পৌঁছে গেল রিয়াল কাশ্মীর
গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে সুযোগ পেয়েছিল মহামেডান। সেই সঙ্গে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল সাদা-কালো ব্রিগেডের সমর্থকরাও। সব কিছু ঠিকঠাকই চলছিল, এমনকি অ্যাওয়ে ম্যাচ ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল চেরনিশভের দল। এরপরই একের পর এক ম্যাচে হতাশজনক ফলাফল। এরই মধ্যে আগামী শুক্রবার দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে ব্ল্যাক প্যান্থার্সরা। এই ম্যাচে হারলে দলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত নয় ম্যাচের মধ্যে ছয় ম্যাচে পরাজয়।
Sara Tendulkar : কন্যা সারাকে নতুন দায়িত্ব দিলেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকার
এই পরিস্থিতিতে সকলের মাথায় আসছে কোচ বদলের প্রসঙ্গ। কারণ দলের খারাপ পারফরম্যান্সে কোচ বদল নতুন কোন বিষয় নয়। গত মরশুমে এই কারনে চাকরি হারিয়েছিলেন বাগানের প্ৰাক্তন কোচ জুয়ান ফেরান্ডো। এই মরশুমে টানা তিন ম্যাচের হারের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্ৰাক্তন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। তাই সাদা-কালো সমর্থকদের একাংশের মধ্যে প্রশ্ন, টানা ছয় ম্যাচের মধ্যে একটি ম্যাচেও জয় না আসার পর কেন দলের দায়িত্বে রুশ কোচ আন্দ্রে চেরনিশভ।
দ্বিতীয় টেস্টে বুমরাহকে আটকাতে তৈরি হচ্ছে কোন কৌশল? ফাঁস করলেন অ্যালেক্স কেরি
কোচ বদলের প্রসঙ্গে জল ঢেলে দিয়ে দলের ইনভেস্টার রাহুল টোডি (Rahul Todi) ফুটবলারদের ওপর দায় চাপিয়ে দিয়ে জানান দলের ব্যর্থতার জন্য কোচ খুব একটা দায়ী নয়। এর দায়ভার নেওয়া উচিৎ দলের ফুটবলারদের। তিনি আরও বলেন,বিপুল অর্থ দিয়ে নতুন কোচ আনলেই তিনি যে মহামেডানকে চ্যাম্পিয়ন করে দেবেন অথবা সেরা ছয়ে রাখতে পারবেন, তার কোনও গ্যারান্টি নেই।
KKR : মিটল সমস্যা! নতুন অধিনায়ক খুঁজে পেল কেকেআর
কোচ বদল থেকে নতুন ফুটবলার দলে আসবে কিনা এই বিষয়কে বাদ দিয়ে আগামী ম্যাচে জয়ের লক্ষ্যে এই মুহূর্তে অনুশীলনে চূড়ান্ত ব্যস্ত মহামেডান ফুটবলাররা। জয় এবং তিন পয়েন্ট অর্জন করাই এখন তাঁদের সামনে প্রধান এবং মূল লক্ষ্য।