Mohammedan SC : এবার প্রশ্নের মুখে মহামেডান কোচ চেরিনশভের কোচিং পদ্ধতি

চ‍্যাম্পিয়ানশিপ রাউন্ডের টানা দুই ম‍্যাচে ড্র,ক্রমশ লিগের শীর্ষে থাকা গোকুলামের সাথে পয়েন্টের ব‍্যবধান বাড়ছে,এরপর স্বাভাবিক ভাবেই প্রশ্নচিহ্নের মুখে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) আই লিগ (I…

Mohammedan SC : এবার প্রশ্নের মুখে মহামেডান কোচ চেরিনশভের কোচিং পদ্ধতি

চ‍্যাম্পিয়ানশিপ রাউন্ডের টানা দুই ম‍্যাচে ড্র,ক্রমশ লিগের শীর্ষে থাকা গোকুলামের সাথে পয়েন্টের ব‍্যবধান বাড়ছে,এরপর স্বাভাবিক ভাবেই প্রশ্নচিহ্নের মুখে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) আই লিগ (I League) জয়ের সম্ভাবনা।

বর্তমানে ১৩ ম‍্যাচ খেলে গোকুলামের পয়েন্ট সংখ্যা ৩৩,এক ম‍্যাচ বেশ খেলে মহামেডানের সংগ্রহের পয়েন্ট সংখ্যা ২৮।পরবর্তী ম‍্যাচে যদি গোকুলাম জেতে,তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হয়ে দাড়াবে ৩৬,এক্ষেত্রে সাদা কালো ব্রিগেডের সাথে তাদের পয়েন্টের ব‍্যবধান হয়ে দাড়াবে ৮।এরপর দুই ক্লাবের হাতে থাকবে ৪ টি করে ম‍্যাচ,তখন মহামেডানের পক্ষে লিগ জয় করাটা অত‍্যন্ত কঠিন হয়ে দাড়াবে ।

এমন সময় প্রশ্ন উঠছে সাদা কালো ব্রিগেডের রাশিয়ান কোচ চেরিনশভের দল গঠন নিয়ে।হেনরি কিসেকা’র মতো অভিজ্ঞতার অধিকারী বিদেশি ফুটবলার’কে দলে রাখার প্রয়োজন মনে করছেন না তিনি।অথচ গোলটা ভালো চেনে এই বিদেশি ফুটবলার।এক্ষেত্রে মার্কাস – হেনরি একসাথে খেললে প্রতিপক্ষের ফুটবলার’রা চাপে থাকবে তা বলাই বাহুল‍্য।

Advertisements

অথচ মহামেডান কোচ প্রতি ম‍্যাচে খেলিয়ে যাচ্ছেন রুডোভিচ’কে।অথচ দলের আক্রমণ ভাগের হয়ে কোনও রকম ইতিবাচক ভূমিকা পালন করতে ব‍্যার্থ রুডোভিচ,এখনও কেনো তার উপর আস্থা রাখা হচ্ছে, সেই প্রশ্ন করা হলে কোনও রকম সদুত্তর পাওয়া যায়নি ক্লাব কর্তা এবং কোচের থেকে।এবার ক্রমশ চেরিনশভের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে ফুটবল মহলে।