Mohammedan SC: দলের মনোবল ফেরাতে নয়া সিদ্ধান্ত সাদা-কালো ম্যানেজমেন্টের

এবারের এই আইলিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে থেকেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। আইলিগ জয়ী আইজল থেকে শুরু করে পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা…

Mohammedan SC

এবারের এই আইলিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে থেকেছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। আইলিগ জয়ী আইজল থেকে শুরু করে পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা রাজস্থান, ইন্টারকাশি একের পর এক দলের বিপক্ষে জয় এসেছে অতি সহজেই । বলতে গেলে প্রতিটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ময়দানের এই প্রধান।

Advertisements

একেবারে টানা এগারো ম্যাচ অপরাজিত ছিল ময়দানের এই প্রধান। এখনো তাদের রয়েছে মোট ২৭ পয়েন্ট। অন্যান্য দল গুলির থেকে বেশ কিছুটা এগিয়ে এই ফুটবল দল। এখন আইলিগ জয় করাই অন্যতম লক্ষ্য তাদের। সেইজন্য, এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছিল মহামেডান।

   

তবে আইলিগের দ্বিতীয় লেগ শুরু হতেই ঘটে যায় অঘটন। প্রথম ম্যাচেই রিয়াল কাশ্মীরের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বড় ব্যবধানে পরাজিত হতে হয় মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবকে। যা খুব একটা ভালো ভাবে নেয়নি সাদা-কালো সমর্থকরা। ম্যাচের মাঝামাঝি সময় থেকেই চরম বিশৃঙ্খলা দেখা দেয় মাঠের মধ্যে। উড়ে আসে জলের বোতল।

এই ম্যাচের পরেই যথেষ্ট হতাশ থাকতে দেখা গিয়েছে দলের ফুটবলারদের। আগামী শনিবার ফের আইজল এফসির মুখোমুখি হবে চেরনিশভের ছেলেরা। তার আগে দলের মনোবল বজায় রাখাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। তাই এবার নয়া উদ্যোগ নেওয়া হল ক্লাবের তরফ থেকে।

কাশ্মীর ম্যাচের হতাশা ভোলাতে এবার পার্ক স্ট্রীটের বার্বিকিউ নেশনসে টিম ডিনার সারল সাদা-কালো ব্রিগেড। কোচ আন্দ্রে চেরনিশভ থেকে শুরু করে দলের ফুটবলারদের পাশাপাশি সাপোর্টিং স্টাফদের ও দেখা যায় সেখানে। সেখানকার গোটা ছবি শেয়ার করতে দেখা যায় ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকে। তবে গত ম্যাচে পরাজিত হতে হলেও এখনো পয়েন্ট টেবিলের প্রথমেই রয়েছে মহামেডান স্পোর্টিং।