হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ, উয়াড়ির কাছে আটকে অবনমন আতঙ্কে ব্ল্যাক প্যান্থার্সরা

নৈহাটি স্টেডিয়ামে হোঁচট খেল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কলকাতা লিগে (CFL 2025) পরপর দুই ম্যাচে জয়ের পর যখন সাদা-কালো ব্রিগেড জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছিল, তখনই…

Mohammedan SC lost against Wari AC by 2-1 goal in CFL 2025

নৈহাটি স্টেডিয়ামে হোঁচট খেল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কলকাতা লিগে (CFL 2025) পরপর দুই ম্যাচে জয়ের পর যখন সাদা-কালো ব্রিগেড জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছিল, তখনই তাল কেটে গেল। উয়াড়ির কাছে (Wari AC) ১–২ গোলে হার মানল মেহরাজউদ্দিন ওয়াডুর (Mehrajuddin Wadoo) দল। এই পরাজয়ের ফলে লিগ টেবিলে অবনমন অঞ্চলের কাছাকাছিই রয়ে গেল ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব।

সাদার্ন সমিতি ও শ্রীভূমির বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নৈহাটিতে খেলতে নামে মহামেডান। বিশেষ করে শক্তিশালী শ্রীভূমিকে ৩-১ ব্যবধানে হারানোয় সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে সোমবারের ম্যাচে সেই ছাপ ফুটে ওঠেনি দলের খেলায়। শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলতে দেখা যায় আদিসন, ম্যাক্সিয়নদের। অন্যদিকে, উয়াড়ি যথেষ্ট পরিকল্পিত ও গোছানো ফুটবল খেলেছে পুরো ম্যাচ জুড়ে।

   

ম্যাচের শুরুতেই আক্রমণের ঝড় তোলে উয়াড়ি। সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচের প্রথম গোল করেন সাকির আলি। এরপর কিছুটা চাপে পড়ে মহামেডান রক্ষণভাগ। যদিও প্রথমার্ধে আর কোনো গোল না হলেও উয়াড়ির দখলেই থাকে বল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের চমক দেয় উয়াড়ি। ৪৮ মিনিটে রাকেশ কাপুরিয়া স্কোরলাইন ২-০ করেন। হঠাৎ করে দুই গোল হজম করে ব্যাকফুটে চলে যায় মহামেডান।

গোল হজমের পর কিছুটা আক্রমণাত্মক হয় মহামেডান। একাধিকবার গোলমুখে হানা দেয় তারা। ৭৫ মিনিটে অবশেষে গোল পান আদিসন সিং। ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি হলেও, বাকি সময়ে আর গোলের মুখ দেখেনি মেহরাজউদ্দিনের দল। উয়াড়ির রক্ষণভাগের জমাটবাঁধা পারফরম্যান্সে চিড় ধরানো সম্ভব হয়নি সাদা-কালো আক্রমণভাগের। রক্ষণভাগে বারবার ভুল, মাঝমাঠে বল ধরে রাখতে না পারা এবং আক্রমণে ধারহীনতা সব সমস্যাই ফের সামনে এল।

Advertisements

লিগ টেবিলে মহামেডানের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। উয়াড়ির বিরুদ্ধে হেরে যে তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া হয়েছে, তা লিগ শেষে বড় মূল্য দিতে হতে পারে। এখনোঅবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য আরও কয়েকটি ম্যাচে জয় প্রয়োজন তাদের। অন্যদিকে, লিগের অপর একটি ম্যাচে সাদার্ন সমিতি ও রেনবো এসি গোলশূন্য ড্র করে এক পয়েন্ট ভাগ করে নেয়।

Mohammedan SC lost against Wari AC by 2-1 goal in CFL 2025