কলকাতা লিগে (CFL 2025) একেবারে ছন্দহীন মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । দলের অবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, উঠছে কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলারদের দায় নিয়ে আলোচনা। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে আরও একবার হতাশ করল সাদা-কালো ব্রিগেড। দুর্বল প্রতিপক্ষ আসস রেনবো (ASOS Rainbow AC) কাছে ১-২ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা।
একসময় কলকাতা লিগ মানেই ছিল মহামেডান স্পোর্টিং দাপট। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, সেই ঐতিহ্য এখন অতীত। আগের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ০-১ গোলে পরাজয়ের পর এদিন রেনবোর বিরুদ্ধেও তেমনই ছবি। ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ ১৫ মিনিটে সব ওলটপালট। ম্যাচ শেষে হতাশ সমর্থকরা প্রশ্ন তুলছেন, এই মহামেডানকে নিয়ে ডুরান্ড কাপে কী প্রত্যাশা করা যায়?
নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মন দেয়। মহামেডান কিছুটা আক্রমণাত্মক হলেও, রেনবোও রক্ষণ সামলে প্রতি আক্রমণে উঠে আসছিল। মাঝমাঠে ভাল লড়াই হয় দুই দলের মধ্যে। তবে প্রথম ৪৫ মিনিটে কেউই গোলের মুখ খুলতে পারেনি। বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মহামেডান, কিন্তু শেষ টাচের অভাবে সেই সুযোগও বিফলে যায়।
দ্বিতীয়ার্ধে ফিরেই ঝাঁপায় মহামেডান। ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন শিবা মাণ্ডি। অধিনায়ক সজল বাগের ডান দিক থেকে আসা দারুণ ক্রসে সঠিক সময়ে জায়গা বুঝে বল জালে জড়ান তিনি। গোলের পর খানিকটা আত্মবিশ্বাস ফিরে পায় মহামেডান ফুটবলাররা। সুযোগও তৈরি হয় বেশ কয়েকটি। তবে সেগুলো কাজে লাগাতে না পারার খেসারত গুণতে হয় শেষদিকে।
৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মহামেডান। কিন্তু এরপরই যেন দলটা হঠাৎ থমকে যায়। ৭৭ মিনিটে গোল করে রেনবোকে সমতায় ফেরান সৌভিক ঘোষাল। সেই গোল যেন মহামেডান রক্ষণভাগের আত্মবিশ্বাসে ধাক্কা দেয়। ঠিক ৫ মিনিট পরেই, অর্থাৎ ৮২ মিনিটে রেনবোর হয়ে দ্বিতীয় গোল করেন অমরনাথ বাস্কে। হতভম্ব হয়ে পড়ে মহামেডান রক্ষণ। শেষদিকে গোল শোধের চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। রেনবোর রক্ষণভাগ মজবুত রাখেন এবং ম্যাচের শেষ পর্যন্ত স্কোরলাইন ধরে রাখেন।
এরই মধ্যে ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025)। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং এবং কিবু ভিকুনার কোচিংয়ে প্রথমবার ডুরান্ডে নামা ডায়মন্ড হারবার এফসি। এই ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই গত সপ্তাহে কলকাতা লিগে হেরেছে মহামেডান। তাই ডুরান্ডের আগে দলের এই পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচ ওয়াডুর জন্য।
Mohammedan SC lost against ASOS Rainwbo AC by 2-1 in CFL 2025