এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। প্রথম থেকেই ধাক্কা খেতে হচ্ছিল একের পর এক ম্যাচে। যারফলে বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল সাদা-কালো ব্রিগেড। সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল দলের সমর্থকদের। তবে গত কয়েকদিন আগে সার্দান সমিতিকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল রেড রোডের এই ফুটবল দল। শুভেন্দু মালিকের গোলে সেবার এসেছিল জয়। পরবর্তী ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হলো না এবার। ফের হারের মুখ দেখল ব্ল্যাক প্যান্থার্সরা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তাহের প্রথম দিন প্রিমিয়ার ডিভিশন লিগের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল উয়াড়ী অ্যাথলেটিক ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই তৃতীয় প্রধানের বিপক্ষে জয় সুনিশ্চিত করে ময়দানের এই দলটি। এদিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে খুল্লাকপাম সাকিব আলি এবং রাকেশ কাপুরিয়া। অন্যদিকে, মহামেডানের হয়ে একটিমাত্র গোল করেছিলেন আদিসন সিং। তবে প্রতিপক্ষের দাপুটে ফুটবলের সামনে কোনও জবাব ছিল না সাদা-কালো ডিফেন্ডারদের।
যারফলে শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে ও আটকে যেতে হল সাদা-কালো ফুটবলারদের। এই ম্যাচের পর ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্ৰুপের পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের ঠিক উপরেই রয়েছে উয়াড়ী দল।
Mohammedan SC faces another defeat in Premier Division League against Wari AC. Addison Singh’s goal wasn’t enough. Team stands 10th with 7 points after 9 matches.