I-League দল গঠনের ইউএসপি নিয়েই এগোতে পারে মহামেডান

কোনো ফ্লুক নয়, দাপটের সঙ্গে খেলেই আই লিগ (I-League) জিতেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের পক্ষ থেকে অনেক আগে বলা হয়েছিল, টাকা দিয়ে নয়, চ্যাম্পিয়ন হয়েই দেশের সেরা টুর্নামেন্ট খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে। দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় দল নামানোর আগে দল আরও শক্তিশালী করতে হবে। সেক্ষেত্রে নিজেদের পুরনো ভাবনা বজায় রাখতে পারেন মহামেডান স্পোর্টিং ক্লাব ও বিনিয়োগকারী কোম্পানির কর্তারা।

   

মহামেডানের আই লিগ জয়ী স্কোয়াডে নামীদামী তারকার ভিড় কিন্তু নেই। ফইয়াজ, সামাদের মতো পরিচিত ভারতীয় ফুটবলাররা ক্লাবে রয়েছে। বিদেশি ফুটবলারদের প্রোফাইল আইএসএল খেলা ফুটবলারদের বায়োডাটার মতো খুব একটা চোখে পড়ার নয়। তবুও চ্যাম্পিয়ন হয়েছে দল। যার অন্যতম কারণ টিম কম্বিনেশন বা দলের মধ্যে মেলবন্ধ। সাদা কালো ব্রিগেডের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া গড়ে উঠেছিল খুব ভালো ভাবে।

কোচ আন্দ্রে চেরনিশভ ব্যক্তি নির্ভর পরিকল্পনা করে ম্যাচে দল নামাননি। বিদেশি ফুটবলার এডি ধারাবাহিকভাবে গোল করলেও মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা ব্যক্তি নির্ভর বলে অনেকেরই মনে হয়নি। ফলত দু একটা ম্যাচে হোঁচট খেলেও মরসুম শেষে এসেছে সাফল্য।

সাদা কালো স্কোয়াডে আরও একটা বিষয় চোখে পড়ার মতো। ফুটবলারদের বয়স। বেশিরভাগ ফুটবলারের বয়স তিরিশের কম। এডি হার্নান্দেজের বয়স সব থেকে বেশি, ৩৩। ভারতীয় ও বিদেশি ফুটবলারদের গড় বয়সের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। ফলত আই লিগ জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব গতি নির্ভর ফুটবল খেলার ক্ষেত্রে পেয়েছে বাড়তি সুবিধা।

কলকাতা ময়দানে গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লিগের দল গঠন করার সময় আই লিগ স্কোয়াডের এই গুণাবলী ধরে রাখার চেষ্টা করবেন ক্লাবের কর্তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন