Mohammedan SC: পাল্লা ঝুঁকে কিশোরভারতীর দিকে

Advertisements এক শহরের তিন ক্লাব খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। কলকাতায় মাঠ অনেক রয়েছে। তিন প্রধানের নিজস্ব মাঠ রয়েছে। বড় স্টেডিয়াম বলতে এক মাত্র যুবভারতী ক্রীড়াঙ্গন।…

Kishore Bharati Stadium

Advertisements

এক শহরের তিন ক্লাব খেলবে ইন্ডিয়ান সুপার লিগ। কলকাতায় মাঠ অনেক রয়েছে। তিন প্রধানের নিজস্ব মাঠ রয়েছে। বড় স্টেডিয়াম বলতে এক মাত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) শেষ পর্যন্ত খেলবে কোন মাঠে?

   

মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে প্রশ্ন উঠছে তাদের সম্ভাব্য হোম গ্রাউন্ড প্রসঙ্গে। কলকাতা ফুটবল লিগের ম্যাচ হলে মাথা ব্যাথা কম হত। ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচে আয়োজন করার ক্ষেত্রে রাজ্য জুড়ে একাধিক মাঠ রয়েছে। কিন্তু আলোচনা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ আয়োজক করার ব্যাপারে।

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। আইএসএল ম্যাচের ক্ষেত্রে যুবভারতী সব দিক থেকে উপযুক্ত। কিন্তু একই মাঠে তিন দল? মহামেডান স্পোর্টিং ক্লাবও জানে বিষয়টা সহজ হবে না। যুবভারতী ছাড়া আর কোন কোন মাঠ আইএসএল ম্যাচে খেলার উপযুক্ত, সে ব্যাপারে সাদা কালো ক্লাব কর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এখনও পর্যন্ত যা খবর তাতে কলকাতারই অন্য একটি মাঠ, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের দিকে পাল্লা ঝুঁকে রয়েছে। কিশোর ভারতীর লোকেশ নিঃসন্দেহে ভালো। স্টেডিয়াম থেকে বেরিয়ে ই এম বাইপাস কিংবা সন্তোষপুর জোড়া ব্রিজের রাস্তা ধরা সহজ হবে। গড়িয়া কিংবা যাদবপুরের দিকে যারা থাকেন তাদের পক্ষে যাতায়াত করা সহজ হবে। গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা ইতিমধ্যে শুরু হয়েছে। ফলত লোকেশনের দিক থেকে এই মাঠ ভালো। তবে আইএসএল ম্যাচ আয়োজন করতে হলে স্টেডিয়াম উন্নয়নের কিছু কাজ করতে হবে।