Home Sports News Mohammedan SC: শ্রীনিধির এই ফুটবলারকে দলে নিতে মরিয়া মহামেডান

Mohammedan SC: শ্রীনিধির এই ফুটবলারকে দলে নিতে মরিয়া মহামেডান

Image of Rilwan Hassan, a man with short hair and a serious expression, wearing a collared shirt and jacket against a neutral background.

আইলিগ জয়ের সুবাদে আগত ফুটবল সিজনে আইএসএলে লড়াই করবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তারজন্য এখন থেকেই তৈয়ারী শুরু করে দিয়েছে বাঙ্কারহিল কতৃপক্ষ। ইন্ডিয়ান সুপার লিগের জন্য আগের তুলনায় বাজেট ও অনেক গুন বাড়তে চলেছে এবার। নতুন সিজনে তাই একাধিক বদল দেখা যেতে পারে দলের অন্দরে।

Advertisements

সেক্ষেত্রে বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশি ফুটবলার তথা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে এডি হার্নান্দেজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন সাদা-কালো ব্রিগেডে। এছাড়াও আইজল এফসির দাপুটে ফরোয়ার্ড লালবিয়াকনিয়াকে নতুন মরশুমে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এবারের আইলিগ জয়ীরা।

   

যদিও তাকে দলে পেতে এবার লড়াইয়ে নেমেছে পাঞ্জাব এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসির মতো ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জে ফেলবে মহামেডান দলকে। এছাড়াও কলম্বিয়ার এক ফুটবলারের দিকে নজর পড়েছে তাদের। চলতি সিজনে হায়দরাবাদের ক্লাব শ্রীনিধি ডেকানের হয়ে খেলছেন কলম্বিয়ান তারকা ডেভিড কাস্তানেদা। নতুন সিজনে নাকি এই বছর ছাব্বিশের এই ফুটবলারকে দলে আনতে চাইছে ব্ল্যাক প্যান্থার্সরা। বলাবাহুল্য, নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময় কলম্বিয়াতেই কাটিয়েছেন এই ফুটবলার। এমনকি এই সিজনেও গোল পেয়েছেন ডেকানের জার্সিতে।

এবার সেই দলের আরেক ফুটবলারের দিকে নজর পড়েছে তাদের। তিনি রিলওয়ান ওলানরেওয়াজু হাসান। এই আইলিগে শ্রীনিধি ডেকানের হয়ে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও নতুন সিজনের জন্য এই নাইজেরিয়ান ফুটবলারের দিকেও নজর রেখেছে ব্ল্যাক প্যান্থার্স। মোট নয়টি গোলের ক্ষেত্রে কন্ট্রিবিউশন থেকেছে এই ফুটবলারের। এই উইঙ্গারকে সাইন করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ময়দানের এই প্রধান দল।

Advertisements