Alexis Gomez: জনপ্রিয় আর্জেন্টাইন তারকাকে দলে নিচ্ছে কলকাতার প্রধান দল

Alexis Gomez: জনপ্রিয় আর্জেন্টাইন তারকাকে দলে নিচ্ছে কলকাতার প্রধান দল

আরো একবার বড়সড় চমক দেওয়ার পথে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। কিছু সময় আগে আন্দ্রে চেরনিশভের পরিবর্তে মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিছু ভিকুনাকে দলের দায়িত্ব দিয়ে ময়দানের সকলকে চমকে দিয়েছিল সাদা-কালো শিবির। এবার মেসি-মারাদোনার দেশ থেকে খেলোয়াড় সই করানোর পথে ব্ল্যাক প্যান্থাররা। সব ঠিকঠাক থাকলে রেড রোডের এই ক্লাব তাঁবুতে দেখা মিলতে পারে আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ গোমেজের (Alexis Gomez)।

পূর্বে আগে আর্জেন্টিনা থেকে দিল্লির সুদেবা এফসি তে খেলতে এসেছিলেন গোমেজ। সেখানে তাঁর খেলা যথেষ্ট নজর কাড়ে সাদা-কালো কর্তাদের। তারপর থেকেই এই তারকা কে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে মহামেডান স্পোটিং ক্লাব। তাছাড়া চলতি মরশুমের আইলিগে সুদেবা এফসির হতশ্রী ফলাফল করায় ক্লাব পরিবর্তন করতে চান অ্যালেক্সিস গোমেজ। সেই সুযোগ কে কাজে লাগিয়েই তাঁর সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে সাদা-কালো ম্যানেজমেন্ট। সেইসাথে সুদেবা এফসির দায়িত্বপ্রাপ্ত কোচ শঙ্করলাল চক্রবর্তীর তরফে ও গোমেসের ব্যাপক প্রশংসা উঠে আসায় তার দক্ষতা কে ঘিরে আরো বেশি আশাবাদী হয়ে ওঠেন সকলে।

   

জানা গিয়েছে, আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এনজো ফার্নান্দেজের প্রিয় বন্ধু হলেন এই অ্যালেক্সিজ গোমেজ। পাশাপাশি তেভেজের বিরাট বড় ভক্ত তিনি। অনেকের মতেই তার খেলার ধরন অনেকটাই নাকি কার্লোস তেভেজের মতো। তাহলে কি এবার আর্জেন্টাইন ছন্দে মাতবে কলকাতা ময়দান? সেদিকেই তাকিয়ে সবাই। তবে মহামেডান স্পোটিংয়ের দিকে তাকালে খুব একটা ভালো পারফরম্যান্স নেই তাদের। কিবু স্যার কে দলের দায়িত্ব দেওয়া হলেও আদতে কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত মেহরাজউদ্দিন ওয়াডুর উপর দলের দায়িত্ব আসতেই নিজের স্বমহিমায় ফিরেছে সাদা-কালো শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন