Mohammedan SC: জিতেও স্বস্তিতে নেই সাদা-কালো বাহিনী

Mohammedan SC is not relieved

আইলিগ ২০২২-২৩ ফুটবল সেশনে টানা দুম্যাচে পরাজয়ের মুখ দেখে তৃতীয় ম্যাচে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।  আগামী রবিবার ট্রাউ এফসির বিরুদ্ধে খেলতে নামবে ব্ল্যাক প্যাহ্নর্সরা।

Advertisements

আইলিগে ট্রাউ এফসি বৃ্হস্পতিবার শ্রীনিধী ডেকান এফসির বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে হেরে গিয়েছে। মরসুমে ট্রাউ এফসি কেনক্রে ফুটবল টিমের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে এবং আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ ১-১ গোলে ড্র করেছে।এমন অবস্থায় ট্রাউ এফসি কলকাতায় পা রাখতে চলেছে উইনিং ট্র‍্যাকে ফিরে আসার লড়াইতে।

Advertisements

অন্যদিকে, ন্যারোকা এফসিকে ৩-১ গোলে হারিয়ে লিগে বাউন্সব্যাক করলেও জয়ের ধারাবাহিকতা নিয়ে সংশয় রয়েছে সাদা কালো শিবিরের।শুক্রবার তারা নিজেদের ক্লাব মাঠে অনুশীলন করেছে।নিকোলা এদিন দলের প্র‍্যাকট্রিস সেশন জয়েন করেছে গতকাল কলকাতায় আসার পর।রক্ষণ থেকে ঝমামাঠ এবং মাঝমাঠ থেকে আপফ্রন্টে সুতো বাধার কারিগর নিকোলার পারফরম্যান্সের দিকে তাকিয়ে সাদা কালো বিগ্রেডের ভক্তরা।গত দুই আইলিগ ম্যাচে রক্ষণ -মাঝমাঠ- আপফ্রন্টে মিলমিশ না থাকার কারণে লিঙ্ক হারিয়ে ফেলে মহামেডান এসসি।এই মিসিং লিঙ্ক জোড়া দেওয়াই হল নিকোলার কাজ।তাই নিকোলার পারফর্ম রবিবারের ম্যাচের ভাগ্য অনেকটাই ঠিক করে দেবে।