কাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সুদেবা এফসির ( (Sudeva Delhi FC)) বিরুদ্ধে মাঠে নামছে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। এবারের আই লিগে ( I-League) এটাই শেষ ম্যাচ সাদা-কালো শিবিরের। তাই অনেকের কাছে এই ম্যাচ নিয়ে খুব একটা গুরুত্ব না থাকলেও একেবারেই উল্টো পথে হাঁটছেন দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। মূলত কালকের ম্যাচকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।
এবারের আই লিগে একেবারে তথৈবচ অবস্থা দিল্লির এই সুদেবা এফসির (Sudeva Delhi FC)। লিগ টেবিলের একেবারে তলানিতে ঠেকেছে শঙ্করলাল চক্রবর্তীর দল। তাই নতুন করে তাদের কিছু করার না থাকলেও কালকের ম্যাচ থেকেই বাড়তি অক্সিজেন পেতে চাইছে সাদা-কালো ব্রিগেড। কারন সামনেই সুপার কাপ। আইলিগ হাতছাড়া হলেও এবার এই টুর্নামেন্ট কে পাখির চোখ করেই এগোতে চাইছে মহামেডান ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, এবারের আইলিগের শুরু থেকেই একেবারে করুন অবস্থা দেখা দিয়েছিল রেড রোডের এই ক্লাবের। যারফলে বদলে ফেলা হয় কোচ। কিবু ভিকুনা কে এই দলের দায়িত্ব দেওয়া হলেও দলের পরাজয়ের ধারা অব্যাহত থাকে। যারফলে, অনেক ভাবনা চিন্তা করে দলের প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর হাতে দল তুলে দেয় সাদা-কালো কর্তারা। এরপর থেকেই পুরোনো মেজাজে দেখা দেয় মহামেডান স্পোটিং কে। তবে দলের দায়িত্ব পেয়ে মাত্র ৪-৫ টি ম্যাচ খেলানোর ই সুযোগ পেয়েছেন তিনি। সেই অনুপাতে ফলাফলের ভিত্তিতে আগের থেকে এখন অনেকটাই ভালো জায়গায় রয়েছে মহামেডান শিবির। এবার লক্ষ্য সুপার কাপ।
জানা গিয়েছে, এবার মেসি-মারাদোনার দেশের ফুটবলার কে সই করাতে চলেছে সাদা-কালো শিবির। সব ঠিকঠাক থাকলে রেড রোডের এই ক্লাব তাঁবুতে দেখা মিলতে পারে আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ গোমেজের। যিনি পূর্বে এই সুদেবা এফসির হয়ে আইলিগ খেলতে এসেছিলেন। তবে দলের করুন পরিস্থিতি দেখে পরবর্তী মরশুমের জন্য ক্লাব বদলের পরিকল্পনা করেন। সেই সুযোগ কে কাজে লাগিয়েই তার সাথে কথাবার্তা শুরু করে মহামেডান ম্যানেজমেন্ট। একেবারে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা পৌঁছে গিয়েছে বলেই শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি সাদা-কালো জার্সিতে মাঠে নামেন কিনা সেটাই বড় প্রশ্ন।