ATK Mohun Bagan: সেমির দ্বিতীয় লেগ নিয়ে বাড়তি চাপে সবুজ-মেরুন, কিন্তু কেন?

2960
ATK Mohun Bagan
Advertisements

কাল নিজামের শহরে আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ খেলেছে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নিজেদের পূর্ব পরিকল্পনা মাফিক হায়দ্রাবাদ কে ঘরের মাঠে আটকে দিয়েছে তারা। কিন্তু গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে প্রীতমদের। যা নিয়ে হতাশ সকলেই।

তবে এত কিছুর পরেও খেলোয়াড়দের পাশেই দাঁড়ালেন স্প্যানিশ কোচ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের এই ফলাফলে আমি প্রচন্ড হতাশ। তবে হায়দ্রাবাদ এফসি যথেষ্ট ভালো দল। তাই কাজটা করা যথেষ্ট কঠিন ছিল আমাদের সকলের কাছে। তাছাড়া ওরা গতবারের চ্যাম্পিয়ন ও বটে। এখন পরবর্তী সেমিফাইনালের জন্য আমাদের প্রস্তুতি সারতে হবে। তবে পরবর্তী ম্যাচ নিয়েই যেন যত চিন্তা দেখা দিয়েছে এটিকে ম্যানেজমেন্টের অন্দরে। কিন্তু কেন?

Advertisements

ATK Mohun Bagan practice

Advertisements

উত্তর হিসেবে সবার আগে উঠে আসে বক্স স্ট্রাইকার কিংবা আদর্শ স্ট্রাইকারের অভাব। যারফলে মরশুমের শুর থেকেই গোল করতে গিয়ে একাধিকবার হোঁচট খেতে হয়েছে সবুজ-মেরুন শিবির কে। তবে দলে উল্লেখযোগ্য ভাবে হুগো বুমোস কিংবা দিমিত্রির মতো খেলোয়াড়দের অবস্থান জোড়াল হলেও তারা যে আদৌ কেউ আদর্শ স্ট্রাইকার নন সেকথা সকলেরই জানা। অপরদিকে ওগবেচে থেকে শুরু করে কমলের মতো একাধিক গোল মেকারের উপস্থিতি হায়দ্রাবাদ কে যেন বাড়তি শক্তি যোগাচ্ছে গোল করার ক্ষেত্রে। যদিও প্রথম ম্যাচে গোল মুখ খুলতে পারেনি কোনও দল তবে সেমির দ্বিতীয় লেগে যেকোন ও সময় বিপদ ঘটাতে পারে হায়দ্রাবাদ। সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

পাশাপাশি কালকের ম্যাচে নজর রাখলে দেখা যায়, ম্যাচের শুরু থেকেই যেন দুই উইং থেকে আক্রমন শানিয়ে গিয়েছে নিজামের শহরের তারকারা। যা আটকাতে গিয়ে কার্যত পিছু হটতে হচ্ছিল এটিকে মোহনবাগানের খেলোয়াড়দের। তবে দলের রক্ষনভাগে প্রীতমদের মতো খেলোয়াড়দের থাকায় বারংবার বাধা পেতে হয়েছে হায়দ্রাবাদ কে। তবে চিন্তার ব্যাপার হিসেবে উঠে এসেছে আশিক কুরআনিয়ার চোট। গত ওডিশা ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন আশিক। যা দেখে কপালে ভাঁজ পড়েছিল ফেরেন্দোর। তাই গতকাল আশিকের বদলে লিস্টন কে মাঠে নামানো হলেও অফ ফর্মের দরুন একেবারে সাদামাটা থেকে গেলেন তিনি।

আর মাত্র দুটো দিন। তারপরেই নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে মনবীররা। সেই ম্যাচে পাওয়া যাবে তো আশিক কে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। নাহলে আশিকের বিকল্প হিসেবে কাকে সুযোগ দেন স্প্যানিশ কোচ, এখন সেটাই দেখার।

Advertisements