জুভেন্তাস-ফুলহ্যামের মতো ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছে Mohammedan SC

ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আপাতত তাদের পাখির চোখ আই লিগ। এরই মধ্যে বিদেশি একাধিক ক্লাবের সঙ্গে…

ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আপাতত তাদের পাখির চোখ আই লিগ। এরই মধ্যে বিদেশি একাধিক ক্লাবের সঙ্গে কথা বলছেন কর্তারা। 

Advertisements

এক ক্রীড়া সংবাদ মাধ্যমে মহামেডানের জেনারেল সেক্রেটারি দানিশ ইকবাল জানিয়েছেন, ‘আমরা ইংল্যান্ডের ফুলহ্যাম, তুর্কির বেসিক্তাস, ইতালির জুভেন্তাসের সঙ্গে কথা চালাচ্ছি। দীর্ঘ মেয়াদি চুক্তির জন্য আমরা চেষ্টা করছি। টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি আর্থিক দিকটাও বিবেচনা করে দেখা হচ্ছে।’ 

   

ব্যাংকারহিলের ম্যানেজিং ডিরেক্টর কণিষ্ক শীলের সঙ্গে সম্প্রতি কথা হয়েছিল বহুল প্রচলিত এক ক্রীড়া সংবাদ মাধ্যমের। মহামেডানের ভবিষ্যত সম্ভাবনা নিয়ে কথা হয়েছিল দুই পক্ষের মধ্যে। 

কণিষ্ক জানিয়েছিলেন, ‘মহামেডান ইন্ডিয়ান সুপার লিগে খেলবে এটুকু জোর দিয়ে বলতে পারে। খুব তাড়াতাড়িই হয়তো এই সম্ভবনা সত্যি হবে। এক থেকে দুই বছরের মধ্যেই আইএসএলে দল মাঠে নামবে।’

তিনি আরও দাবি করেছিলেন, ‘আই লিগে সেরা হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেটা করে দেখাতে আমরা ইতিমধ্যে কাজে নেমে পড়েছি। ২০২২-২৩ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার চেষ্টা করবো আমরা। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে ২০২৩-২৪ মরশুমে। আমার কথা মিলিয়ে নেবেন।’