Monday, December 8, 2025
HomeSports NewsMohammedan SC : নেরোকার বিরুদ্ধে নতুন 'অস্ত্র' ব্যবহার করতে পারে মহামেডান

Mohammedan SC : নেরোকার বিরুদ্ধে নতুন ‘অস্ত্র’ ব্যবহার করতে পারে মহামেডান

- Advertisement -

চলতি আই লিগে প্রথম স্থান ফিরে পেতে মরীয়া মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আক্রমণভাগ মজবুত করতে দলে নেওয়া হয়েছে নতুন বিদেশি। আজ সোমবার নেরোকার বিরুদ্ধে সাদা কালো ব্রিগেডের ম্যাচ রয়েছে। পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইবে কলকাতার অন্যতম প্রধান দল।

কিছুই দিন আগে মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল হেনরি কিসেকাকে প্লনেওয়া হয়েছে দলে। উগান্ডার জাতীয় দলে খেলা এই স্ট্রাইকার ভারতীয় এবং কলকাতা ফুটবলে পরিচিত নাম। ভারতীয় ফুটবলে আবির্ভাবের পর সাড়া ফেলে দিয়েছিলেন এক সময়। কলকাতায় খেলেছেন মোহনবাগানের হয়ে। সাদা কালো ব্রিগেডের হয়ে তিনি নেমে পড়েছেন অনুশীলনে।

   
Mohammedan SC
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মহামেডানের নতুন গোলমেশিন।

অনুশীলনে হেনরির ছবি এবং ভিডিও শেয়ার করা হয়েছে মোহামেডানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। ফিটনেস বজায় রাখার জন্য গা ঘামানোর পাশাপাশি সতীর্থদের সঙ্গে বল পায়ে অনুশীলন করেছেন তিনি।

আই লিগে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন মহামেডানের মার্কোস জোসেফ। ১১ ম্যাচে দশটি গোল করা হয়ে গিয়েছে তাঁর। মরশুমের শুরু থেকে প্রায় প্রতি ম্যাচেই করেছেন গোল। তবে টিম পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য আক্রমণভাগে আরো ঝাঁঝ প্রয়োজন। ব্যক্তিগত কারণে মরশুমের মাঝপথে বাড়ি ফিরে গিয়েছেন সাদা কালো ব্রিগেডের এক বিদেশি।আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন তিনি। এরপরেই হেনরি কিসেকার আগমণ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular