Mohammedan SC: অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে জিতল মহামেডান

অতিরিক্ত ১৪ মিনিট। নব্বই মিনিটের পর প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পেনাল্টি থেকে গোল করে দলের জন্য পুরো ৩…

Mohammedan SC

short-samachar

অতিরিক্ত ১৪ মিনিট। নব্বই মিনিটের পর প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পেনাল্টি থেকে গোল করে দলের জন্য পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করেন মহিতোষ রায়।

   

East Bengal: চোট-শঙ্কার মধ্যেও আশার আলো দেখালেন ২ তারকা

খিদিরপুরের বিরুদ্ধে ড্র, তারপর কালীঘাটের বিরুদ্ধে পরাজয়। কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর শুরুটা ভাল করেও চাপে পড়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কোচের মন্তব্য নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কালীঘাট ম্যাচের পর থেকে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক প্যান্থার। বৃহস্পতিবার আরও তিন পয়েন্ট লাভ। এদিন পাঠচক্রের বিরুদ্ধে ২-১ গোলে জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালো জার্সিতে আবারও গোল করেলন ইসরাফিল দেওয়ান। জয়সূচক গোল মহিতোষের।

চলতি কলকাতা ফুটবল লিগে একেবারেই ফর্মে নেই পাঠচক্র। অবনমনের খাঁড়া ঝুলছে দলটির ওপর। ফর্মে থাকা মহামেডানের জন্য সহজ হয়নি ম্যাচ। পাঠচক্রকের ফুটবলারদের আটকাতে বিশ্রী ফাউল করতেও বাধ্য হয় মহামেডান। বল ছেড়ে প্রায় কুস্তির কায়দায় পাঠচক্রের ২৩ নম্বর জার্সিধারী ফুটবলারকে ‘টেক-ডাউন’ করেন মহামেডানের দুই নম্বরের জার্সিধারী ফুটবলার। রেফারি সুরজিৎ দাস লাল কার্ড দেখাতে দেরি করেননি।

Nishu Kumar: নিশুর জায়গায় ইস্টবেঙ্গলে অন্য ফুটবলার?

বিরতির আগে ইসরাফিলের গোলে মহামেডান এগিয়ে গিয়েছিল। বিরতির পর মাঠে ফিরে সেই গোল শোধ করে পাঠচক্র। পেনাল্টি থেকে গোল করেন দেবাশীষ। এদিনের ম্যাচে পেনাল্টি থেকে হয়েছিল দু’টি গোল। অতিরিক্ত সময়ে গোল করে মহিতোষ দলের হয়ে জয় নিশ্চিত করেন।