শেষ ম্যাচে হবে দুধ কা দুধ আর পানি কা পানি। মঙ্গলবার আই লিগের (I League) ম্যাচে জিতেছে মহামেডান (Mohammedan SC)। একই দিনে প্রত্যাশিতভাবে হেরে গিয়েছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (Gokulam Kerala)। যার ফলে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন মাত্র তিন। শনিবার সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং গোকুলাম কেরালা।
এদিন কল্যাণী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল সাদা কালো একাদশ। ম্যাচ শুরু হওয়ার মাত্র দুই মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল কলকাতার অন্যতম প্রধান। ব্র্যান্ডন গোল করে চাপ বাড়িয়েছিলেন প্রতিপক্ষের ওপর। ছাপান্ন মিনিটে তিনিই করেছেন দ্বিতীয় গোলটি। রাজস্থানের বিরুদ্ধে ০-২ গোলে ম্যাচ জিতে নিয়েছিল মহামেডান।
মহামেডানের জয়ের খবর পৌঁছে গিয়েছিল কেরালার শিবিরে। স্বভবতই চাপ বেড়ে গিয়েছিল গোকুলামের ওপর। শ্রীনিডি ডেকানের বিরুদ্ধে ম্যাচে অপ্রত্যাশিত পারফরম্যান্স। আই লিগ ইতিহাসে রেকর্ড সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার পর তিন গোলের ধাক্কা, লাল কার্ড, দলের বিরুদ্ধে হ্যাটট্রিক।
![Mohammedan SC](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/20220510_211402.jpg)
গোকুলামের বিরুদ্ধে বিরতির আগেই হ্যাটট্রিক লালরোমাউইয়ার। উনিশ মিনিটে প্রথম গোল করার পর ৩৩ এবং ৩৭ মিনিটে লক্ষ্যভেদ করে নিজের নামের পাশে তিনটি গোল করে নেন তিনি। গোকুলামের হয়ে এক গোল শোধ করেছিলেন রাশিয়ার শরিফ মুখাম্মাদ। তিনিই পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ডেকানের বিরুদ্ধে ১-৩ গোলে পরাজিত গোকুলাম।
সতেরো ম্যাচ শেষে গোকুলাম কেরালার পয়েন্ট ৪০। সমসংখ্যক ম্যাচ খেলে মহামেডানের পয়েন্ট ৩৭। বাকি আর একটি ম্যাচ।